আন্তর্জাতিক
- বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ-এর শীর্ষ নেতা খুরশিদ আলম ওরফে শামিম নিহত হল। শিবগঞ্জের বগুড়ায় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে ১৭ জন বিদেশি সহ ২০ জনের মৃত্যুর ঘটনায় সে অভিযুক্ত ছিল।
- চিনের কাশগার ও পাকিস্তানের লাহোরের মধ্যে বাস পরিষেবা চালু হল। পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে এই পথতৈরিতে আপত্তি জানিয়েছিল ভারত।
- পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোন স্তরে যে ছিদ্র রয়েছে তার ধীর নিরাময় হচ্ছে। ২০০০ সাল থেকে প্রতি দশকে ১-৩ শতাংশ হারে এই কাণ্ড ঘটছে। রাষ্ট্রসঙ্ঘ প্রকাশিত একটি রিপোর্ট এ কথা জানাল।
জাতীয়
- উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার নাম বদলে অযোধ্যা করা হবে বলে জানালেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন অযোধ্যায় দীপাবলি উৎসবের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জং সুক।
- ছত্তিসগড়-এ অস্ত্র সহ আত্মসমর্পণ করল ৫৫ জন মাওবাদী।
- আামেদাবাদের নাম বদলে কর্ণাবতী করতে চায় গুজরাট সরকার। একথা জানালেন গুজরাটের মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল। যদিও ইউনেস্কোর হেরিটেজ শহর হবার কারণে নাম পাল্টানো যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। চালুক্য বংশের রাজা কর্ণদেও ভিল রাজাকে হারিয়ে সবরমতী নদীর তীরে কর্ণাবতী শহর প্রতিষ্ঠা করেছিলেন। পরে তার পাশে আমেদাবাদ শহর প্রতিষ্ঠা করেন সুলতান আহমেদ শাহ।
- নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল হিজবুল মুজাহিদিন জঙ্গি মহম্মদ ইদ্রিস সুলতান ওরফে ছোটা আব্রার। গত এপ্রিলেই সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে জঙ্গি দলে নাম লিখিয়েছিল।
বিবিধ
- বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ প্যানেলে ভারতের বিরুদ্ধে করা মামলায় জিতল জাপান। ভারত ইস্পাতে ৩০ মাসের জন্য বাড়তি আমদানি শুল্ক চাপিয়েছিল। তার বিরুদ্ধেই জাপান মামলা করে বলেছিল এই নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি লঙ্ঘন করছে।
- ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্প খুলতে আধার বাধ্যতামূলক নয় বলে জানাল কেন্দ্রীয় সরকার।
খেলা
- লক্ষ্ণৌতে নবনির্মিত অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টি ২০ ম্যাচে ৭১ রানে ভারত জয়ী হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। পর-পর দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজও জিতে গেল তারা। এদিন ৬১ বলে অপরাজিত শতরান করলেন রোহিত শর্মা। ৮৬ ম্যাচে ২২০৩ রান করে আন্তর্জাতিক টি ২০তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের নজির গড়লেন তিনি। ভাঙলেন কলিন মুনরোর ৩ টি শতরানের রেকর্ড।
- সিলেটে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে ১৫১ রানে হারাল জিম্বাবোয়ে। ২০১৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ৫ বছর পর ফের কোনো টেস্ট জিতল জিম্বাবোয়ে। ২০০১ সালে বাংলাদেশে টেস্ট জেতার ১৭ বছর পর বিদেশে কোনো টেস্ট জিতল তারা। এটি তাদের তৃতীয় অ্যাওয়ে টেস্ট জয়। তাদের কোচ লালচাঁদ রাজপুত।
- গল-এ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। গলেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এদিন ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে আউট করেন হেরাথ। এর ফলে তিনি গলে ১০০ টেস্ট উইকেট শিকারের নজির গড়লেন। কোনো একটি মাঠে ১০০ টেস্ট উইকেট নেওয়ায় তিনি হলেন তৃতীয় ক্রিকেটার। অন্য দুজন হলেন মুথাইয়া মুরলীধরণ এবং জেমস অ্যান্ডারসন।