কারেন্ট অ্যাফেয়ার্স ৬ নভেম্বর ২০১৯

489
0

আন্তর্জাতিক

  • ‘পাকিস্তান বরাবরই আফগানিস্তানে দুর্বল সরকার চেয়ে এসেছে। বর্তমানে তারা আফগান সরকারবিরোধী তালিবান জঙ্গিদেরই বন্ধু বলে মনে করে। ভারতের প্রভাব আফগানিস্তানে বাড়লে তালিবান জঙ্গিদের আরও বেশি করে মদত দেয় পাকিস্তান।’ এই মন্তব্য করা হল মার্কিন কংগ্রেসের রিপোর্টে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস এই রিপোর্ট তৈরি করেছে।
  • কোনো নতুন পোশাকে আর ফার ব্যহার করবেন না ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এদিন বাকিংহাম প্যালেস এই সিদ্ধান্ত জানাল। এই সিদ্ধান্তকে স্বাগত জানাল পশুপ্রেমী সংগঠনগুলি।

 

জাতীয়

  • কর্তারপুর করিডর নিয়ে পাকিস্তান সরকারের প্রকাশিত ভিডিও চিত্রের প্রতিবাদ জানাল ভারত। এই ভিডিও চিত্রে নিহত ৩ খালিস্তানি জঙ্গি এবং খালিস্তান নিয়ে পোস্টার দেখা গেছে। কর্তারপুর করিডর দিয়ে পাকিস্তানে যেতে শিখ নাগরিকদের পাসপোর্ট লাগবে না, কিন্তু ভারতের অন্য ধর্মের নাগরিকদের লাগবে— এই বৈষম্যেরও প্রতিবাদ জানাল ভারতের বিদেশ মন্ত্রক।
  • ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের দত্তক কন্যা হনিপ্রীত ইনসান জামিন পেলেন। ২০১৭ সালের পাঁচকুলা হিংসা মামলায় তিনি কারাবন্দি হন।
  • রাজস্থানে মহিলাদের ঘোমটার ঘেরাটোপ থেকে মুক্ত করার ডাক দিলেন সেখানকার মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

 

বিবিধ

  • দিল্লিতে একটি সম্মেলনে অংশ নিলেন বিশ্বের ১৫৩টি দেশের ১১২৫৮ জন জলবায়ু বিজ্ঞানী। এই সম্মেলন থেকেই গোটা বিশ্বে তাঁরা ‘জলবায়ু জরুরি অবস্থা’ জারি করলেন। ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করে তাঁরা জানালেন, যতটা ভাবা হয়েছিল জলবায়ু পরিবর্তনের হার তার থেকে ঢের বেশি উদ্বেগজনক।
  • দেশের আবাসন প্রকল্পের জন্য ২৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গড়ার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।

 

খেলা

  • পুরুষ ও মহিলা ফুটবল খেলোয়াড়রা সমান বেতন পাবেন। এই সিদ্দান্ত জানাল অস্ট্রেলিয়ার ফুটবল সংস্থা। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টর নির্বাচিত হলেন প্রাক্তন মহিলা ক্রিকেটার মেনালি জোন্স (৪৭)। অভিষেক টেস্টে শতরানকারী এবং মেয়েদের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য তিনি।
  • অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির স্থাপন করল মেঘালয়ের অফস্পিনার নির্দেশ বৈশ্য। ১৫ বছরের নির্দেশ একাই নাগাল্যান্ডের সব উইকেট শিকার করল। ২১ ওভারে ৫১ রান দিয়ে ১০ উইকেট পেল নির্দেশ।
  • আইএসএলে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। প্রতিযোগিতায় পয়েন্টের বিচারে শীর্ষে উঠে এল নর্থ ইস্ট।
  • শুরু হল বেটন কাপ। হকির ঐতিহ্যমণ্ডিত এই প্রতিযোগিতার এবার ১২৩তম বর্ষ।