কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মে ২০২০

553
0

আন্তর্জাতিক

  • ইউরোপে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যার বিচারে ইতালিকে টপকে শীর্ষস্থানে চলে গেল ব্রিটেন৷ সেখানে ৩০,০৭৬ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ ইতালি, স্পেন ও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২৯,৬৮৪, ২৫,৮৫৭ ও ২৫,৮০৯৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লক্ষের বেশি নাগরিক, প্রাণ হারিয়েছেন ৭৩,২৩৪ জন৷ এবার ইতালির একটি সংস্থা দাবি করল, তাদের গবেষকরা করোনা প্রতিষেধক তৈরির কাজে এগিয়ে গেছেন৷ তার অ্যানিম্যান ট্রায়াল সফল হয়েছে, এখন হিউম্যান ট্রায়াল শুরু হবে৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ২,৬৮০ জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ১১১ জনের৷ সব মিলিয়ে দেশে ৪৯,৩৯১ জন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ১,৬৯৪ জনের৷ পশ্চিমবঙ্গে আক্রান্ত ও মৃতের মোট সংখ্যা যথাক্রমে ১,৪৫৬ এবং ৭২ বলে সরকারি সূত্রে জানানো হয়েছে৷
  • মাত্র এক ঘণ্টায় করোনা পরীক্ষা করা যায় এমন কিট আবিষ্কার করেছেন দুই বাঙালি গবেষক সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী৷ তা বাণিজ্যিকভাবে বাজারে আনার জন্য চুক্তিবদ্ধ হল টাটা সন্স৷ এই কিটের নাম ‘FELUDA’৷
  • কাশ্মীরের কুখ্যাত জঙ্গি হিজবুল মুজাহিদিন প্রধান রিয়াজ নাইকু ওরফে মহম্মদ বিন কাসিম ওরফে জুবের উল উসমান পুলোয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল৷

 

বিবিধ

  • গত একবছরে সুন্দরবনে বাঘের রেকর্ড সংখ্যক বৃদ্ধি হয়েছে৷ ২০১৮-১৯ সালে সুন্দরবনে ৮৮টি বাঘ ছিল যা ২০১৯-২০ সালে বেড়ে হল ৯৬৷ এরমধ্যে ব্যাঘ্রশাবকদের ধরা হয়নি৷ সুন্দরবনে বাঘের থেকে বাঘিনীর সংখ্যা বেশি৷ এদিন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যাঘ্রসুমারির তথ্য প্রকাশের পর এই তথ্যগুলি জানা গেছে৷
  • পেট্রোপণ্যে রাজস্ব বৃদ্ধির পর ভারতে তেলের দামের ওপর মোট কর বেড়ে হল ৬৯ শতাংশ৷ বিশ্বে এই হার সর্বোচ্চ৷ দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি ৬৪ শতাংশ৷ ফ্রান্স ও জার্মানিতে তা ৬৩ শতাংশ৷

 

খেলা

  • মে মাসেই বুন্ডেশলিগা শুরুর অনুমোদন দিলেন জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল৷ তবে খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে৷ স্পেনে ক্লাব ফুটবলের অনুশীলন শুরু হল৷ দক্ষিণ কোরিয়াও শর্তসাপেক্ষে ফুটবল লিগ শুরুর অনুমতি দিল৷