কারেন্ট অ্যাফেয়ার্স ৬ সেপ্টেম্বর ২০১৯

949
0

আন্তর্জাতিক

  • রবার্ট মুগাবে (৯৫)প্রয়াত হলেন। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি ছিলেন জিম্বাবোয়ের রাষ্ট্রপতি। শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটিয়েছিলেন তিনি। তাঁকে বলা হয় আধুনিক জিম্বাবোয়ের জনক। তবে বিভিন্ন বিতর্ক ও স্বৈরাচারের অভিযোগে শাসনের শেষ দিকে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘টেক ক্রাঞ্চ’ দাবি করল ফেসবুকের ৪২ কোটি গ্রাহকের ফোন নম্বর অনলাইনে ফাঁস হয়েছে। এই গ্রাহকদের সিংহভাগ মার্কিন, ব্রিটিশ ও ভিয়েতনাম নাগরিক। ২০১৮ সালে কেমব্রিজ অ্যানলিটিকার পর ফের অনুরূপ বিতর্কে জড়াল ফেসবুক। তবে ফেসবুক কর্তৃপক্ষের দাবি, এই ঘটনা বেশ কয়েক বছরের পুরনো।

 

জাতীয়

  • চাঁদ থেকে মাত্র ২.১ কিমি উচ্চতায় থাকার সময়ে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযেগ বিচ্ছিন্ন হয়ে গেল ইসরোর। গত ২২ জুলাই রওনা দিয়েছিল চন্দ্রযান-২। প্রতিটি ধাপে নিখুঁত কাজ করেছে সেটি। গত ২ সেপ্টেম্বরে অরবিটার ২ থেকে পৃথক হয়ে যায় বিক্রম। বায়ুহীন চন্দ্রপৃষ্ঠে পাখির পালকের মতো মসৃণ গতিতে চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল বিক্রমের।
  • জাতীয় নাগরিক পঞ্জীকরণ বিরোধী প্রস্তাব পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়।

 

বিবিধ

  • লতা মঙ্গেশকরকে ‘ডটার অব দ্য নেশন’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর শিল্পীর ৯০তম জন্ম দিবসে এই সম্মানে তাঁকে ভূষিত করা হবে বলে এদিন জানানো হল।
  • ছোটদের জন্য ‘দ্য বিটলস’-এর প্রাক্তন সদস্য ৭৭ বছর বয়সি পল ম্যাকার্টনির লেখা প্রথম বই ‘হে গ্র্যানডুড’ প্রকাশিত হল। বিটলস–রে ‘হে জুড’-এর অনুসরণে বইটির নাম রাখা হয়েছে।

 

খেলা

  • পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার আবদুল কাদির (৬৩) প্রয়াত হলেন। পাকিস্তানের হয়ে ৬৭ টেস্টে ২৩৬ উইকেট এবং ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৩২টি উইকেট পেয়েছিলেন তিনি।
  • পল্লাকেল স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে ৬ রানে ৫ উইকেট (৪-১-৬-৫) নিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দলের অধিনায়ক হয়ে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৫ উইকেট পেলেন তিনি। টি টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ উইকেট পেলেন তিনি। এদিন পর-পর ৪ বলে ৪টি উইকেট পেলেন মালিঙ্গা। তাঁর শততম শিকার হলেন কলিন মুনরো। ম্যাচ জিতল শ্রীলঙ্কা।
  • সুব্রত কাপ অনূর্ধ্ব ১৭ বিভাগে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ক্রীড়া পরিষদ। রানার্স হল মণিপুরের নীলমণি ইংলিশ স্কুল।
  • আর্জেন্টিনার খিমনাসিয়া এসপ্রিমা লা প্লাজা ফুটবল ক্লাবের কোচ নিযুক্ত হলেন দিয়েগো মারাদোনা।
  • দলীপ ট্রফিতে ১৪৫ রান করলেন ইন্ডিয়া রেড দলের অভিমন্যু ঈশ্বরন। জন্মদিনে এই সাফল্য পেয়ে তিনি তা উৎসর্গ করলেন দিদিকে।