কারেন্ট অ্যাফেয়ার্স ৬ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-07 | 10:49h
update
2018-09-07 | 10:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ‘কামকাসা’ চুক্তি স্বাক্ষরিত হল। দুদেশের সামরিক বোঝাপড়া ও গোপন তথ্য বিনিময় সম্ভব হবে এই চুক্তির ফলে। নয়াদিল্লিতে টু প্লাস টু বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো, মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস, ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
  • তেলেঙ্গানার বিধানসভা ভেঙে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানালেন সেখানকার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নির্ধারিত সময়ের ৮ মাস আগেই বিধানসভা ভেঙে দেওয়া হল।
  • সমকামিতা অপরাধ নয় বলে রায় দিল সুপ্রিম কোর্ট। ১৮৬১ সালের ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করে দিল প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৪ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ২০০১ সালে প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা নাজ ফাউন্ডেশন সমকামীদের বৈধতার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল।
Advertisement

আন্তর্জাতিক

  • কোরীয় উপদ্বীপের জট কাটাতে সফল হল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে এন-এর উদ্যোগ। তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উনকে একটি ব্যক্তিগত পত্রও লিখেছিলেন। এদিন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চু ইউই ইয়ং-এর সঙ্গে কিমের বৈঠক হয়। চলতি মাসেই দুদেশ শীর্ষ সম্মেলনে রাজি হয়েছে। এই প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করলেন মার্কিন রাষ্টপতি ডোনাল্ড ট্রাম্প।
  • প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তাঁর মেয়ের ওপর রাসায়নিক হামলার জন্য রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে দায়ী করল ব্রিটেন।
  • জাপানের হোক্কাইডো দ্বীপে ভূমিকম্পে মৃত্যু হল ৯ জনের। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৭। ১৫০ জনের বেশি মানুষ জখম হলেন।

খেলা

  • জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ শ্যুটিংয়ে সোনা জিতলেন সৌরভ চৌধুরী। দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে আয়োজিত এই ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় ২৪৫.৫ স্কোর করে নতুন রেকর্ডও গড়লেন তিনি। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের অর্জুন সিং চিমা।
  • কলকাতা লিগের ৪৬ ম্যাচের পর পরাজিত হল ইস্টবেঙ্গল। এদিন তারা ১-২ গোলে হারল পিয়ারলেসের কাছে। ২০১৪ সালের ১০ আগস্ট মহমেডান স্পোটিংয়ের কাছে হার মানার পর এতদিন কলকাতা লিগে অপরাজিত ছিল ইস্টবেঙ্গল।

বিবিধ

  • ডলারের তুলনায় টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন হল। এদিন ৫২ পয়সা পতন হল টাকার দামের। ডলারের তুলনায় টাকার দাম হল ৭২.১২।
  • পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি চলছেই। এদিন প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ৪৭ ও ৫২ পয়সা। দাম বেড়ে হল যথাক্রমে ৮২.৮৮ এবং ৭৪.৯২ টাকা প্রতি লিটার।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 12:45:50
Privacy-Data & cookie usage: