কারেন্ট অ্যাফেয়ার্স ৭ আগস্ট ২০১৯

schedule
2019-08-08 | 10:13h
update
2019-08-08 | 10:13h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিমারিয়াকে বহিষ্কার করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করা নিয়ে ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিল। তারা আরও সিদ্ধান্ত নিল, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করার।
  • সৌদি আরবে মেডিকেলের স্নাতকোত্তর পাঠক্রমের দরজা বন্ধ করে দেওয়া হল পাকিস্তানের পড়ুয়াদের জন্য। সৌদির স্বাস্থ্যমন্ত্রক জানাল, পাক মেডিকেল শিক্ষা ব্যবস্থায় গুরুতর পরিকাঠামোগত ত্রুটি রয়েছে এবং একজন উচ্চপদস্থ চিকিৎসকের পক্ষে যে শিক্ষা থাকা বাধ্যতামূলক তা সেখানে নেই।
  • সন্ত্রাসবাদীদের আর্থিক মদত দেওয়ার মামলায় হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের অ্যান্টি টেররিজম দপ্তর।
Advertisement

 

জাতীয়

  • মেরিন অফিসার শর্বরী দাস দেশের প্রথম মহিলা কম্যান্ডার হলেন। বাঙালি কন্যা শর্বরী ১৯৯২ সালে কলকাতা পোর্ট ট্রাস্টের মেরিন বিভাগে লেডি ট্রেনি অফিসার পদে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত, কলকাতা পোর্ট ট্রাস্টের হাইড্রোগ্রাফিক সার্ভে সার্ভিস এশিয়ার প্রাচীনতম। এর বয়স ১৪০ বছর। সেখানে ১৯৯৮ সালে সিনিয়ার হাইড্রোগ্রাফার হয়েছিলেন শর্বরী।
  • লোধি রোড শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হল।
  • এবারের অধিবেশনে বিল পাশের নজির গড়ল সংসদ। রাজ্যসভায় ১৭ জুন থেকে এদিন পর্যন্ত ৩২টি বিল পাশ হল যা বিগত ১৭ বছরে সর্বোচ্চ। লোকসভায় ১৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ৩৬টি বিল পাশ হল, যা ১৯৫২ সালের পর থেকে সর্বোচ্চ। দুই কক্ষে যথাক্রমে ১৯৫ ও ২৮১ ঘণ্টা অধিবেশন চলেছে।

বিবিধ

  • বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার বা রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। সাধারণত ২৫ বা তার গুণিতকে এই হার কমানো হত যা এদিন মানা হয়নি। এই নিয়ে পর-পর চারবার ঋণনীতি পর্যালোচনায় মোট ১১০ বেসিস পয়েন্ট বা ১.১০ শতাংশ কমানো হল রেপো রেট। রিভার্স রেপো রেটও ৩৫ শতাংশ কমানো হল। নেফট ব্যবস্থায় দিনে ২৪ ঘণ্টাই ও সপ্তাহে ৭ দিনই টাকা পাঠানোর ব্যবস্থা চালুর (ডিসেম্বর থেকে) সিদ্ধান্তও জানাল শীর্ষ ব্যাঙ্ক।
  • বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলে ৫৭ ডলারের নিচে নামল। এই দর গত ৭ মাসে সর্বনিম্ন।

খেলা

  • ডুরান্ড কাপে এরিয়ান-মহমেডান স্পোর্টিং ম্যাচ ১-১ গোলে ড্র হল। রিয়াল কাশ্মীর ১-০ গোলে চেন্নাই সিটিএফসিকে হারাল।
  • ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে আবেদন জানালেন সুনীল যোশী। তিনি আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজে বোলিং উপদেষ্টা হিসাবে কাজ করেছেন।
  • এ বছর সুব্রত কাপের হীরক জয়ন্তী। এবার খেলা হবে দিল্লিতে। অংশ নেবে ১১২টি দল। আয়োজকদের পক্ষ থেকে এদিন এই সংবাদ জানানো হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 12:12:25
Privacy-Data & cookie usage: