কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জানুয়ারী, ২০১৯

schedule
2019-01-10 | 04:52h
update
2019-01-10 | 04:52h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন শেখ হাসিনা। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ। এই নিয়ে টানা ৩ বার প্রধানমন্ত্রী হলেন তিনি। সব মিলিয়ে ৪ বার প্রধানমন্ত্রী হলেন তিনি যা একটি রেকর্ড। তাঁর সঙ্গে ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন রাষ্ট্রমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীও শপথ নিলেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাট ডাউন ৩ সপ্তাহে পড়ল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে আয়করের সর্বোচ্চ সীমা ৩৭ শতাংশ। অতি ধনীদের জন্য তা বাড়িয়ে ৬০-৭০ শতাংশ করার প্রস্তাব দিলেন মার্কিন কংগ্রেসের সদস্য আলেকজান্দ্রিয়া ওকসিয়ো কর্তেজ।
Advertisement

জাতীয়

  • উচ্চশিক্ষা এবং সরকারি চাকরিতে উচ্চবণের্র দারিদ্র্সীমার নীচে থাকা মানুষের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর এই বিল সংসদে পেশ হবে।
  • দেশের ১৬টি বিমানবন্দরে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।
  • সমুদ্রদূষণ প্রতিরোধে একযোগে অনুশীলন চালাল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জাপানের উপকূলরক্ষীবাহিনী।

বিবিধ

  • চলতি অর্থবর্ষে দেশে বৃদ্ধির হার হবে ৭.২ শতাংশ। এদিন এই পূর্বাভাস দিল কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক। আরবিআইয়ের দেওয়া পূর্বাভাস ছিল ৭.৪ শতাংশ।
  • চলতি মাসের পর বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন জিম ইয়ং কিম। ২০২২ সাল পর্যন্ত তাঁর কাজের মেয়াদ ছিল।

খেলা

  • সিডনি টেস্টের পঞ্চম দিনে বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হল। ফলে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হল ভারত। সিরিজে ম্যান অব দ্য ম্যাচ হলেন চেতেশ্বর পূজারা। ৩টি শতরান সহ এই সিরিজে তাঁর সংগ্রহ ৫২১ রান। ভারতের ৭১ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার অস্ট্রেলিয়া থেকে ভারত টেস্ট সিরিজ জিতে ফিরছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এটাকে তাঁর কেরিয়ারের শ্রেষ্ঠ সাফল্য বললেন।
  • এএফসি এশিয়ান কাপে ভারতের কাছে পরাজয়ের জেরে সরিয়ে দেওয়া হল থাইল্যান্ডের কোচ মিলোভান রাজেভ্যাককে। প্রসঙ্গত ৫ বছর ১ মাস ২৮ দিন পর এশিয়ান কাপে জয় পেয়েছে ভারত।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 07:19:46
Privacy-Data & cookie usage: