কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুন, ২০১৯

661
0
Current Affairs 7 june 2019

আন্তর্জাতিক

  • ‘এ আই দা’–র শিল্পকর্ম ২৮টি চিত্র, ৪টি ভাস্কর্য এবং দুটি ভিডিওচিত্রের প্রদর্শনী হবে বলে জানাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘এ আই দা’ কোনো ব্যক্তি নন, রোবট। এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাকে নির্মাণ করেছেন। তার চোখের মণিতে বসানো ক্যামেরা ও কৃত্রিম মেধার অ্যালগরিদমের সাহায্যে কোনো বিষয়কে সামনে রেখে তার ছবি আঁকতে সক্ষম রোবটটি।
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোহা থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের পাইলট ফজল মাহমুদ চৌধুরী পাসপোর্ট ছাড়াই পৌঁছে গেলেন দোহা। এতে ঢাকা বিমানবন্দরে অভিবাসন দপ্তরের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।
  • ভারতের সঙ্গে আলোচনা চেয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
  • দুবাইয়ে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জন ভারতীয় সহ ১৭ জনের। মাসকট-দুবাই রুটের বাসটি ভুল পথে গিয়ে হাইটবারে ধাক্কা দিয়েছিল।

জাতীয়

  • অন্ধ্রপ্রদেশে ৫ জন উপমুখ্যমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণি, সংখ্যাললঘু সম্প্রদায় ও কাপু সম্প্রদায় থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় থাকবেন বলে জানালেন তিনি। এই পদক্ষেপ অভিনব।
  • নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৪ জন জয়েশ ই মুহম্মদ জঙ্গির। সম্প্রতি পুলিশ বাহিনী ছেড়ে জঙ্গি সংগঠনে নাম লেখানো দুই অফিসারেরও মৃত্যু হল এই দুর্ঘটনায়। ঘটনাস্থল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা।

বিবিধ

  • ঋণ খেলাপি ও অনুৎপাদক সম্পদের (এনপিএ) মোকাবিলায় সংশোধিত নির্দেশিকা জারি করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। গত ১২ ফেব্রুয়ারি যে নির্দেশিকা জারি হয়েছিল তা শিথিল করেই নতুন নির্দেশিকাটি প্রকাশ করা হল। গত ২ এপ্রিল ওই নির্দেশিকা ‘অসাংবিধানিক’ জানিয়ে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট।
  • চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৭.২ শতাংশ হতে পারে বলে জানাল মার্কিন সংস্থা।

খেলা

  • রাফায়েল নাদাল দ্বাদশবার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন। সেমিফাইনালে তিনি স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪, ৬-২  রজার ফেডেরারকে হারালেন। ক্লে কোর্টে ১৬ বার মুখোমুখি সাক্ষাতে তিনি জিতলেন ১৪ বার। আমান্ডা অ্যানিসিমোভাকে হারিয়ে মেয়েদের সিঙ্গলস ফাইনালে উঠলেন অ্যাশলে বার্ট।
  • এফ আই এইচ হকি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৩-১ গোলে হারাল পোল্যান্ডকে।প্রথম ম্যাচে ভারত রাশিয়াকে ১০-০ গোলে হারিয়েছিল।
  • বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হল। পয়েন্ট ভাগাভাগি করা হল দুদলের মধ্যে। এদিন আইসিসি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নাথান-কুল্টার নাইলের ৯২ রান বিশ্বকাপে অষ্টম উইকেটে সর্বোচ্চ রান। এদিন আইসিসি নির্দেশ দিল ভারতের উইকেট রক্ষক এমএস ধোনি তাঁর গ্লাভসে ‘ফ্লাইং ড্যাগার’-এর বলিদান চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে পারবেন না।
  • উয়েফা নেশনস কাপ সেমিফাইনালে নেদারল্যান্ডস ৩-১ গোলে জয়ী হল ইংল্যান্ডের বিরুদ্ধে।