কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুন ২০২০

1096
0

আন্তর্জাতিক

  • কোভিড ১৯ নিয়ে বিভিন্ন দেশ তথ্য গোপনের অভিযোগ এনেছিল চিনের বিরুদ্ধে৷ এদিন তারা এই বিষয়ে স্বেতপত্র প্রকাশ করল৷ তাদের তথ্য, নতুন উপসর্গ নিয়ে ২৭ ডিসেম্বর হুবেই হাসপাতালে প্রথম একজন ভর্তি হন৷ অচেনা রোগ থেকে সতর্ক থাকতে ৩১ ডিসেম্বর উহান শহরে ভিড় এড়িয়ে চলার বার্তা পাঠানো হয়৷ ৪ জানুয়ারি ‘হু’-কে সতর্ক করা হয়৷
  • এদিকে বিশ্বে ৬ মাসের মধ্যে এই সংক্রমণে মৃতের সংখ্যা ৪ লক্ষাধিক (৪,০৩,৭৫৫ জন)৷ আক্রান্ত হয়েছেন সাড়ে ৭০ লক্ষ (৭০,৫৫,৬১৯ জন)৷
  • মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে কৃষ্ণাঙ্গদের প্রতি সহমর্মিতা জানানোর আন্দোলন৷ জর্জ ফ্লয়েডকে হত্যার দ্বাদশ দিনে সানফ্রান্সিসকোয় গোল্ডেন গেট ব্রিজ অবরোধ করা হয়৷ মায়ামিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গলফ রিসর্টের বাইরেও বিক্ষোভ দেখানো হয়েছে৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২,৪৬,৬২৮৷ প্রাণহানি হয়েছে ৬,৯২৯ জনের৷ দেশে এখন ১৬.৬১ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় ৯,৯৭১ জন আক্রান্ত হয়েছেন৷ দেশে একমাত্র করোনামুক্ত স্থান দমন ও দিউ৷ মহারাষ্ট্রে ৮৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, প্রাণহানি হয়েছে ৩ হাজারের বেশি মানুষের৷ এদিকে বালুরঘাটে সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রে সাপের কামড়ে মৃত্যু হল দিলীপ পণ্ডিত (৬৫) নামে একজন পরিযায়ী শ্রমিকের৷ পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ৮,১৮৭ জন, এর মধ্যে অ্যাক্টিভ রোগী ৪,৪৮৮ জন, প্রাণহানি হয়েছে ৩২৪ জনের৷ কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ পশ্চিমবঙ্গে ১২ দিনে দ্বিগুণ হল সংক্রমণ৷ গত ২৬ মে রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৪,০০৯৷

 

বিবিধ

  • পুনরায় পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ৫৭ ও ৫৪ পয়সা করে বৃদ্ধি পেল৷
  • লকডাউনে ৭৫ দিন বন্ধ থাকার পর পুনরায় পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্যের কাজ শুরু হল৷

 

খেলা

  • ঘানার ফুটবলার জুয়ান মুলার (২৩) খেলতেন কেরালার একটি ক্লাবে৷ দেশে ফেরার বিমান বাতিল হয়ে যাওয়ায় গত ৭৪ দিন ধরে তিনি মুম্বই বিমানবন্দরের লাউঞ্জে দিন কাটিয়েছেন৷ অবশেষে একটি হোটেলে ঠাঁই হল তাঁর৷
  • মিক্সড মার্শাল আর্টের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন, প্রথম দু বারের ইউএফসি চ্যাম্পিয়ন কোনর ম্যাকগ্রেগর অবসর ঘোষণা করলেন৷
  • আইপিএল-এ বর্ণ বিদ্বেষের অভিযোগ আনলেন ওয়েস্ট ইন্ডিজ নিবাসী ক্রিকেটার ড্যারেন স্যামি৷