কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুন ২০১৮

schedule
2018-06-08 | 10:20h
update
2018-06-08 | 10:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • বীরভূমের ডেওচা-পাঁচামি কয়লা খনির অধিকার পেল পশ্চিমবঙ্গ সরকার। এখানে পাথরের নীচে বিপুল কয়লা থাকার রিপোর্ট আগেই এসেছিল। তার পরিমাণ প্রায় ২১ কোটি টন। অবশেষে তার স্বত্ব রাজ্যের হাতে দিল কয়লা মন্ত্রক। কয়লা বাবদ প্রাপ্ত রাজস্ব কেন্দ্রের সঙ্গে ভাগ করে নিতে হবে।
  • নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভাষণে তিনি ভারতের সহিষ্ণুতা এবং বহুত্ববাদের ঐতিহ্যই স্মরণ করিয়ে দিয়েছেন।

আন্তর্জাতিক

  • ওসামা বিন লাদেনকে পারিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে হত্যার পর তখনকার মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা টেলিফোনে সেই খবর জানিয়েছিলেন তখনকার পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে। জারদারি সেই সংবাদকে স্বাগত জানিয়েছিলেন। ‘দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ: আ মেময়ার অব দ্য ওবামা হোয়াইট হাউস’ বইতে এই দাবি করলেন ওবামার প্রাক্তন সহযোগী বেন রোডস।
  • পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে ইমরান খান জয়ী হলে তিনি দেশটিকে জঙ্গিদের হাতে তুলে দেবেন বলে আত্মজীবনীতে মন্তব্য করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। আত্মজীবনীর নাম ‘রেহাম খান’।
  • তিন মাস আগে শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় বিদ্বেষ ছড়াতে ফেসবুকও মাধ্যম ছিল বলে মেনে নিল ফেসবুক কর্তৃপক্ষ। কর্মীদের সিংহলি ভাষা শিখিয়ে ভবিষ্যতে এই সমস্যা মোকাবিলার আশ্বাস দিল তারা।
Advertisement

খেলা

  • ইন্টারন্যাশনাল কাপে গ্রুপ লিগের ম্যাচে ভারত ১-২ গোলে হেরে গেল নিউজিল্যান্ডের কাছে। ভারত অবশ্য আগেই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে।
  • এশিয়া কাপ টি ২০ মহিলাদের ক্রিকেটে ভারত ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কাকে।
  • ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতের ক্রম থাকল ৯৭তম স্থানেই। প্রথম দশটি স্থানে রয়েছে যথাক্রমে জার্মানি, ব্রাজিল, বেলজিয়াম, পর্তুগাল, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, চিলি ও স্পেন। আসন্ন বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার ক্রম পিছিয়ে হল ৭০।
  • নরওয়ে সুপার দাবা প্রতিযোগিতায় অষ্টম রাউন্ডে ফ্যাবিয়ানো কারুয়ানার কাছে হেরে গেলেন বিশ্বনাথন আনন্দ। পয়েন্টের বিচারে তিনি নেমে গেলেন পঞ্চম স্থানে। কারুয়ানা এবং ম্যাগনাস কার্লসেন যুগ্মভাবে শীর্ষস্থানে আছেন।

বিবিধ

  • ২০১৭ সালে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ৪০০০ কোটি ডলার। ২০১৬ সালে তা ছিল ৪৪০০ কোটি ডলার। অন্যদিকে ২০১৬ ও ২০১৭ সালে ভারত থেকে বিদেশে লগ্নি হয়েছে যথাক্রমে ৫৭০ এবং ১১৩০ কোটি ডলার। রাষ্ট্রসঙ্ঘের একটি বিপোর্টে এদিন এই তথ্য দেওয়া হয়েছে।
  • আইটিআইগুলির জন্য পৃথক বোর্ড গড়ার প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। দেশে আইটিআইগুলির ২৩ লক্ষ পড়ুয়ার পরীক্ষা প্রক্রিয়া সম্পাদন করবে প্রস্তাবিত বোর্ডটি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 17:27:57
Privacy-Data & cookie usage: