কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ডিসেম্বর, ২০১৮

459
0
Current Affairs 7 Dec 2018

আ্ন্তর্জাতিক

  • বিক্ষোভের আশঙ্কায় আইফেল টাওয়ার থেকে অপেরা হাউস, দেশের সব পযর্টন স্থানই এই সপ্তাহান্তে বন্ধ করার সিদ্ধান্ত জানাল ফ্রান্স সরকার। গত তিন সপ্তাহ ধরে সপ্তাহান্তে বিক্ষোভ দেখানো হল ফ্রান্সে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন শুরু হয়েছে সেখানে।
  • ইকুয়েডরের রাষ্ট্রপতি লেনিন মরোন জানালেন, উইকিলিকস প্রধান জুলিয়ান আসেঞ্জে নির্ভয়ে দূতাবাস ত্যাগ করতে পারেন। প্রসঙ্গত, মর্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আশঙ্কায় গত ৬ বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন আসাঞ্জে।

জাতীয়

  • অমৃতসর রেল দুর্ঘটনার ম্যজিস্ট্রেট পর্যায়ের তদন্তে পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংয়ের স্ত্রী নভজ্যোত কৌর  সিদ্ধুকে ক্লিনচিট দেওয়া হল।
  • মুজফ্ফরপুরে বিতর্কিত বেসরকারি হোমটির ‘মনোরমা ভবন’ নামের বাড়িটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার সরকার।

বিবিধ

  • দেশের পরবর্তী মুখ্য আর্থিক উপদেষ্টা হচ্ছেন কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম। তিনি হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের অধ্যাপক। অন্যদিকে এদিনই প্রকাশিত হল প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যর লেখা বই ‘অব কাউন্সেল:  দ্য চ্যালেঞ্জেস অব দ্য মোদী–জেটলি ইকোনমি।’
  • পর্বতারোহী পিয়ালি বসাককে ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কার দিল রাজ্য যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীনস্থ সংস্থা ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন।

খেলা

  • আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ১২৩ রানে জিতে নিল নিউজিল্যান্ড। সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হল তারা। ৪৯ বছর পর দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ী হল নিউজিল্যান্ড।
  • অ্যাডিলেড টেস্টে ২৫০ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। জবাবে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ১৯১ রন করল।