কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ডিসেম্বর, ২০১৭

schedule
2017-12-12 | 10:40h
update
2017-12-16 | 06:30h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  •  অন্য ধর্মে বিয়ে করলে স্বামীর ধর্ম মহিলার ধর্মে পরিণত হয় বলে যে প্রচলিত ধারণা আছে তার কোনও আইনি স্বীকৃতি নেই বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এক পার্শি মহিলা ও হিন্দু পুরুষের বিবাহ নিয়ে একটি মামলায় প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এদিন এই মন্তব্য করল।
  • প্রধানমন্ত্রী সম্পর্কে অশোভন মন্তব্য করায় মণিশংকর আয়ারকে দল থেকে সাসপেন্ড করল কংগ্রেস।
  • রাজস্থানের রাজসামন্দ জেলায় মালদহের এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করল এক দুষ্কৃতী। সেই হত্যার দৃশ্য ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল। শিউরে উঠলেন নেটদুনিয়ার মানুষরা।
  • এন এস জি সদস্যপদ ইস্যুতে ভারতকে সদস্যপদ দেওয়ার পক্ষে সওয়াল করল রাশিয়া।
  • ভারতের একটি ড্রোন চিনের সীমান্তের ভেতরে গিয়ে ভেঙে পড়ল।
Advertisement

আন্তর্জাতিক

  •  জেরুজালেম নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করল সৌদি আরব। তুরস্কের রাষ্ট্রপতি তাইপ রিচেপ এর্দোগান বললেন, পশ্চিম এশিয়াকে আগুনের কূপে ফেলে দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ প্রধামন্ত্রী টেরেসা মে, জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল, ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ বলেছেন, তাঁরা এই সিদ্ধান্তকে সমর্থন করেন না। ইউরোপীয় ইউনিয়নও এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক দিন। এই ঘটনায় বৈঠক ডাকল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। ওই শহরকে আন্তর্জাতিক শহর বলে ঘোষণা করেছিল রাষ্ট্রসঙ্ঘ। এই ঘটনায় ভারতের অবস্থান বদলাচ্ছে না বলে জানাল নয়াদিল্লি।
  • সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভ। বিশ্বের ২৫তম দেশ হিসাবে তারা সমকামী বিবাহ অনুমোদন করল।

খেলা

  •  গ্রুপ লিগে প্রতিটি ম্যাচে (৬টি ম্যাচে ৯) গোল করলেন তিনি, যে রেকর্ড অন্য কারও নেই। চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোল সংখ্যা হল ১১৪। অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটি এদিন ১-২ গোলে হেরে গেল ইউক্রেনের শখটার ডোনেস্কের কাছে। পেপ গুয়ার্দিওয়ালার দল ২২৭ দিন পর পরাজয়ের স্বাদ পেল।
  • রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের বিরুদ্ধে কর্নাটকের বিনয় কুমার হ্যাটট্রিক করলেন।
  • আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় ক্রমে উ্ঠে এলেন বিরাট কোহলি। প্রথম স্থানে রয়েছেন স্টিভ স্মিখ। পরের তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জো রুট, চেতেশ্বর পূজারা এবং কেন উইলিয়ামসন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি ২০-রও ব্যাটসম্যানের তালিকার শীর্ষস্থানে রয়েছেন তিনি।

বিবিধ

  •  অনলাইন ব্যবস্থায় লেনদেন চালানোর জন্য যে ডিজিটাল মুদ্রা বিটকয়েন, তার দাম বেড়ে হল ১৭৪৮২ ডলার। এই বছরের শুরুতে তা ছিল ৭৫২ ডলার প্রতি বিটকয়েন।
  • কুম্ভ মেলাকে ‘ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যশালী মেলা’ বলে স্বীকৃতি দিল ইউনেস্কো। দক্ষিণ কোরিয়ার জেরুতে হেরিটেজ সংরক্ষণ সংক্রান্ত ইউনেস্কোর দ্বাদশ সম্মেলন থেকে এই ঘোষণা করা হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2024 - 11:11:53
Privacy-Data & cookie usage: