কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মার্চ, ২০১৯

396
0
Current Affairs 7 Mar 2019

আন্তর্জাতিক

  • বিস্ফোরণ থেকে রক্ষা পেলেন আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই, দেশের চিফ এগজিকিউটিভ আবদুল্লা আবদুল্লা এবং আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী আবদুল লতিফ পেডরাম। এদিন পশ্চিম কাবুলে একটি শোকসভায় তাঁরা যখন উপস্থিত তখন বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার দায় স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। রকেট হামলা চালানো হয়েছিল।
  • ৫৪ বছর পর যশোর জংশন স্টেশন থেকে কলকাতা যাওয়ার ট্রেন ছাড়ল। এই খুলনা-কলকাতা সাপ্তাহিক বন্ধন এক্সপ্রেসই এদিন থেকে যশোরে যাত্রী নেবে।

জাতীয়

  • জম্মুতে গ্রেনেড হামলা চালাল এক জঙ্গি। এই হামলায় মহম্মদ শারিক নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন। হামলাকারী গ্রেপ্তার হয়েছে। তার নাম ইয়াসিন জাভিদ ভাই। সে হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে।
  • বিচারপতি এ কে সিক্রি অবসর নেওয়ায় সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পঞ্চম সদস্য হলেন প্রবীণ বিচারপতি রোহিংটন নরিম্যান। তিনি খ্যাতনামা আইনজীবী ফালি নরিম্যানের পুত্র। বিচারপতি রোহিংটন নরিম্যান আইনজীবী থেকে বিচারপতি হয়েছেন। বিচারপতি কুলদীপ সিং ও বিচারপতি সন্তোষ হেগড়ের পর তৃতীয় কোনো আইনজীবী বিচারপতি হয়ে কলেজিয়ামের সদস্য হলেন।

বিবিধ

  • দূষণের অভিযোগে বহুজাতিক ফক্সভোগেন সংস্থাকে ৫০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত (এনজিটি)। এনজিটি–র চেয়ারম্যান বিচারপতি আদর্শ কুমার গোয়েল দুমাসের মধ্যে এই অর্থ জমা করতে বললেন। ডিজেল গাড়িতে ব্যবহৃত সফটওয়্যারের মাধ্যমে সংস্থাটি বাস্তবের চেয়ে দূষণ কমিয়ে দেখিয়েছে।
  • ভারতে আয়ের ক্ষেত্রে নারী–পুরুষ বৈষম্য রয়েছে। মনস্টার ইন্ডিয়ার বেতন সূচক জানিয়েছে, পুরুষদের তুলনায় মহিলারা গড়ে ১৯ শতাংশ কম আয় করেছেন।

খেলা

  • অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়র্টার ফাইনালে উঠলেন ভারতের সাইনা নেহওয়াল এবং কিদাম্বি শ্রীকান্ত।
  • ইংল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে টি২০ সিরিজ হারল ভারতের মহিলা ক্রিকেট দল। এই নিয়ে পর-পর ৬টি টি২০ সিরিজ হারল তারা।