আন্তর্জাতিক
- অবশেষে রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কও সোয়েকে মুক্তি দিল মায়ানমার। ৫০০ দিনের বেশি তাঁরা কারাবন্দি ছিলেন। রাখাইন প্রদেশে সেনার হাতে ১০ জন রোহিঙ্গা খুনের খবর সংগ্রহের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গত মাসে বন্দি অবস্থাতেই তাঁরা পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।
- রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জার্মানি, ব্রাজিল, ভারত, জাপানের মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করলেন রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্সের স্থায়ী দূত ফ্রঁসোয়া দ্যোলাৎর। প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পাঁচটি দেশ। ১০টি দেশ ২ বছরের জন্য অস্থায়ী সদস্য হওয়ার সুযোগ পায়। রাষ্ট্রসংঘের ১২২টি সদস্য দেশের মধ্যে ৬০টি দেশ একবারের জন্যও অস্থায়ী সদস্য হয়নি।
জাতীয়
- সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকার বিশেষ প্রশংসা করলেন রাষ্ট্র সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- দশম শ্রেণির আইসিএসই পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করলেন কলকাতার দেবাঙ্গ আগরওয়াল এবং বেঙ্গালুরুর ভিভা স্বামীনাথন। দুজনেই ৪০০র মধ্যে রেকর্ড ৪০০ নম্বর পেলেন।
বিবিধ
- বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সুধীর নন্দী প্রয়াত হলেন। ৪৩ বছরের সংগীত জীবনে তিনি আড়াই হাজারের বেশি গান গেয়েছেন। ৪ বার জাতীয় পুরস্কার ছাড়াও একুশে পদক পেয়েছেন তিনি।
- ১৭৫৪ একর সবুজহীন জমিতে সবুজ ফিরিয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করলেন চিত্রসাংবাদিক সেবাস্টয়ো রিবেইরো সালগাদো। ব্রাজিলের মিনে জেরাইসের এই অরণ্য মানুষের লোভে বৃক্ষশূন্য হয়ে গিয়েছিল। ২০ বছরের চেষ্টায় সেনগাদো ও তাঁর স্ত্রী এই অসাধ্য সাধন করেছেন। তাঁরই তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা হাত লাগিয়েছে অরণ্য ফিরিয়ে আনতে। খবরে প্রকাশ, এখন সবুজের পাশাপাশি সেখানে ফিরেছে বিভিন্ন প্রজাতির পতঙ্গ, সরীসৃপ, স্তন্যপায়ীরাও।
খেলা
- আসন্ন ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ আফগানিস্তানের মূল স্পনসর হল এশিয়ার সর্ববৃহৎ দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থা আমূল।
- চ্যাম্পিয়নস লিগের ফিরতি সেমিফাইনালে ৪-০ গোলে বার্সেলোনার বিরুদ্ধে জয়ী হল লিভারপুল। দুই পর্ব মিলিয়ে ৪-৩ গোলে জিতে তারা ফাইনালে পোঁছল।
- টাইগার উডসের হাতে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডাম’ তুলে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
- লা লিগায় খেলবেন ভারতের মহিলা ফুটবলার বৃষ্টি বাগচি। কলকাতার ২৫ বছর বয়সী মেয়ে বৃষ্টি খেলবেন মাদ্রিদ সিএফএফ দলে।
- ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার সেমুর নার্স (৮৫) প্রয়াত হলেন।