কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মে ২০২০

584
0

আন্তর্জাতিক

  • গত এপ্রিল মাসে প্রতিদিন বিশ্বে গড়ে ৮০ হাজার মানুষ কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ পূর্ব ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে তা দ্রুত বাড়ছে৷ এই তথ্য জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ বিশ্বে করোনা ভাইরাসে এযাবৎ সংক্রমিত হয়েছেন ৩৮৮৭৯৪০ জন৷ প্রাণহানি হয়েছে ২৬৯০০২ জনের৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একে ৯/১১ কাণ্ডের থেকে ভয়ঙ্কর হামলা বলে অ্যাখ্যা দিলেন৷
  • পৃথিবীর নিকটতম কৃষ্ণগহ্বরের খোঁজ পেলেন ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটারি অর্গানাইজেশন-এর বিজ্ঞানীরা৷ এটি পৃথিবী থেকে ১০০০ আলোকবর্ষ দূরে রয়েছে৷

 

জাতীয়

  • অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি কারখানা থেকে বিষ গ্যাস নির্গত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হল৷ অসুস্থ হয়ে পড়েছেন অন্তত হাজার জন৷ বিশাখাপত্তনম থেকে ১৪ কিমি দূরে গোপালপটনম এলাকায় পলিমার তৈরির সংস্থার ট্যাঙ্ক থেকে বিষাক্ত স্টাইরিং বা ইথেনিলবেঞ্জিন গ্যাস লিক করার ফলে দুর্ঘটনা ঘটল৷ সংস্থার মালিক দক্ষিণ কোরিয়ার এলজি৷ কারখানার নিরাপত্তা রক্ষী, পুলিশ, স্থানীয় বাসিন্দারা মিলে গভীর রাতে কয়েক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে না দিলে বিপদ বাড়ত৷ মৃতদের নিকট জনকে এক কোটি টাকা করে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি৷ এই ঘটনা মনে করিয়ে দিয়েছে ১৯৮৪ সালের ২ ডিসেম্বর ভোপাল গ্যাস কাণ্ডের স্মৃতি৷
  • দেশে কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৫২৯৫২৷ এখনও পর্যন্ত ১৭৮৩ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৬৭৫৮ জন, মৃত্যু হয়েছে ৬৫১ জনের৷ গুজরাট ও মধ্যপ্রদেশে যথাক্রমে ৩৯৬ এবং ১৮৫ জনের মৃত্যু হয়েছে৷ পশ্চিমবঙ্গে মোট আক্রান্তত ১৫৪৮ জন৷ মৃত্যু হয়েছে ৯২ জনের৷

 

বিবিধ

  • পাক অধিকৃত কাশ্মীরের মুজফরবাদ এবং গিলঘিট, বালটিস্তানের আবহাওয়ার পূর্বাভাষ দিতে শুরু করল ভারতের মৌসম ভবন৷ পাকিস্তান প্রশাসন ওই সব এলাকায় সাধারণ নির্বাচনের তোড়জোড় করতে এই উদ্যোগ নিল ভারত৷
  • ২০২০ সালে ভারতে জন্ম নেবে ২ কোটি ৪০ লক্ষ ১০ হাজার শিশু৷ এই সংখ্যা বিশ্বে সবথেকে বেশি৷ এই তথ্য জানাল ইউনিসেফ৷

 

 

খেলা

  • বোর কোচের ভূমিকায় অবতীর্ণ হলেন বিশ্বকাপ ফুটবলে সবথেকে বেশি গোলের মালিক মিরোস্লাভ ক্লোসে৷ তিনি বায়ার্ন মিউনিখের সহকারী কোচ নিযুক্ত হলেন৷
  • স্টেডিয়ামে সর্বোচ্চ ৩০০ জনের উপস্থিতিতে জার্মান বুন্দেশলিগা ১৬ মে থেকে শুরু হচ্ছে বলে জানানো হল৷