কারেন্ট অ্যাফেয়ার্স ৮ অক্টোবর, ২০১৮

807
0
Current Affairs 8 Oct 2018

জাতীয়

  • জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নজিব আহমেদের অনুসন্ধান বন্ধ করল সিবিআই। দিল্লি হাইকোর্ট এ বিষয়ে সায় দিল। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাহি মাণ্ডবী ছাত্রাবাস থেকে নিখোঁজ হন নজিব। তদন্তে তাঁর খোঁজ পায়নি সিবিআই।
  • পৌর নির্বাচনে কাশ্মীরে ৮.৩ শতাংশ এবং জম্মুতে ৬০ শতাংশ ভোট পড়ল। ১৩ বছর বাদে কঠোর নিরাপত্তার মধ্যে পৌর নির্বাচন হচ্ছে রাজ্যটিতে।
  • ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উচ্চপদস্থ বিজ্ঞানী নিশান্ত আগরওয়ালকে গ্রেপ্তার করা হল। উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং মিলিটারি ইনটেলিজেন্সি যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করে। তিনি ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর গোপন প্রযুক্তি আইএএস এবং সিআইএ-র হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ।

আন্তর্জাতিক

  • ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার ইয়েন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল এম রোমার(৬২) পাবেন বলে ঘোষণা করা হল। প্রকৃতি ও বিজ্ঞানের সঙ্গে কীভাবে যোগসূত্র রেখে বাজার অর্থনীতি কাজ করে তার বিশদ ব্যাখ্যা দিয়েছেন এই দুই অর্থনতিবিদ। প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া চালু হয়।
  • বুলগেরিয়ায় খুন হলেন ভিক্টোরিয়া মারিনোভা (৩০) নামের এক মহিলা সাংবাদিক। ইউরোপীয় ইউনিয়নের অনুদান নিয়ে দুর্নীতির তদন্ত করছিলেন তিনি।
  • ব্যাঙ্ককে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল ২ বিদেশি পর্যটকের। তাঁদের একজন ভারতীয়। প্রকাশ্য রাস্তায় গুলি বিনিময় হয়। সংঘর্ষকারী কিশোররা এ কে ৪৭ ব্যবহার করেছিল। ২ জন ভারতীয় সহ ৫ জন আহত হয়েছেন।

খেলা

  • এশিয়ান প্যারাগেমসে ভারতের হয়ে প্রথম সোনার পদকটি জিতলেন সন্দীপ চেধুরী। ৬০.০১ মিটার জ্যাভেলিন ছুড়ে তিনি তিনি সোনা জিতলেন। এদিন কারমান বাসা দেভাং শি রুপো জিতলেন। ব্রোঞ্জ জিতলেন পরমজিত কুমার, সুয়শ যাদব।
  • হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিতব্য বিশ্ব কুস্তি চ্যাম্পিনশিপে ৩০ সদস্যের ভারতীয় দল অংশগ্রহণ করবে বলে জানানো হল।
  • ইংল্যান্ডের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক জন টেরি সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন। দেশের হয়ে ৭৮টি এবং চেলসির হয়ে ৭০০ ম্যাচ খেলেছেন তিনি।
  • যুব অলিম্পিকে অনূর্ধ্ব ১৮ মহিলাদের হকিতে ভারত ৪-৭ গোলে হারাল অস্ট্রিয়াকে।

বিবিধ

  • টাকার দাম পতনের নিরিখে রেকর্ড গড়ল। এ দিন তা হল ৭৯.০৬ টাকা প্রতি ডলার যা সর্বনিম্ন দর। এদিনই টাকার দর পড়ল ৩০ পয়সা প্রতি ডলার।
  • রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমালে ফ্লোটিং ইন্টারেস্ট রেট-এর শর্তে ঋণ নিয়েছেন যে সব গ্রাহক তাঁরা সেই সুদ কমানোর সুযোগ পান কিনা তা ৬ সপ্তাহের মধ্যে জানাতে শীর্ষ ব্যাঙ্ককে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।