কারেন্ট অ্যাফেয়ার্স ৮ আগস্ট ২০১৮

693
0

জাতীয়

  • তামিলনাড়ুর প্রয়াত জননেতা এম করুণানিধিকে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে মেরিনা সৈকতে আন্না মেমোরিয়াল সিএন আন্নাদুরাইয়ার সমাধির পাশেই সমাধিস্থ করা হল। রাজ্যের এডিএমকে সরকার প্রথমে ওই স্থানে শেষকৃত্যের অনুমতি না দেওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছিল ডিএমকে। এদিন শেষকৃত্যের সময় প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। প্রসঙ্গত, করুণানিধি নাস্তিক ছিলেন, তাই পরিবারের ইচ্ছায় তাঁকে সমাহিত করা হল। জন্মসূত্রে তিনি হিন্দু ভেল্লার সম্প্রদায়ের মানুষ।

আন্তর্জাতিক

  • জাপানের বিখ্যাত টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় বেছে-বেছে পুরুষ প্রার্থীদের বেশি নম্বর দেওয়া হয়। গত একযুগেরও বেশি সময় ধরে চলছে এই প্রবণতা। সম্প্রতি এক তদন্তে তা ফাঁস হয়। এই বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চাইলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
  • রাশিয়ার সামরিক কেন্দ্রে পাক সেনারা প্রশিক্ষণ নেবে। পাক প্রতিরক্ষা সচিব জামির উল হাসান শাহের সঙ্গে রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ডি ফোমিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। এই প্রথম রাশিয়া এই সামরিক সুবিধা দেবে পাকিস্তানকে।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের লন্ডনপ্রবাসী দুই পুত্র হাসান ও হুসেনের পাসপোর্ট বাতিল করল পাক অভিবাসন দপ্তর।
  • ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাসাদ অধিগ্রহণের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ সরকার। এজন্য ৩৩১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় হবে। ১৯৩১ সালে প্রাসাদটি তৈরি করেছিলেন হৃষীকেশ দাস।

খেলা

  • ২০১৯ এশিয়ান গেমস পর্যন্ত ভারতের জাতীয় ফুটবল দলের কোচ থাকছেন স্টিভন কনস্ট্যান্টাইনই। এদিন একথা জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
  • কিনিয়ার অ্যাথলিট নিকোলাস বেট (২৮) পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। তিনি ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন।
  • লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। লর্ডসে এটি হবে ভারতের ১৭তম টেস্ট। অতীতে এখানে ভারত ২ বার জিতেছে, ১১ বার হেরেছে। ৪টি টেস্ট ড্র হয়েছিল।

বিবিধ

  • ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার হবে যথাক্রমে ৭.৩ এবং ৭.৫ শতাংশ। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) এই পূর্বাভাস দিল। নোট বাতিল ও জিএসটি-র প্রাথমিক ধাক্কা সামলানো গেছে বলে মন্তব্য করা হয়েছে। তারা আরও বলল, আগামী কয়েক দশকে বিশ্বের আর্থিক বৃদ্ধিতে ভারত কার্যত ইঞ্জিনের ভূমিকা নেবে। বর্তমানে পারচেজিং পাওয়ার প্যারিটি সূচক অনুযায়ী বিশ্বের আর্থিক বৃদ্ধিতে ভারতের অবদান ১৫ শতাংশ।
  • ২০১৮ সালের জানুয়ারি-জুন, এই ৬ মাসে চিনের বাণিজ্য ঘাটতি ছিল ২৮৩০ কোটি ডলার। গত দুদশকে এই প্রথম চিন বাণিজ্য ঘাটতির মুখ দেখল।
  • শেয়ার সূচক সেনসেক্স ৩৭৮৮৭.৫৬ অঙ্ক এবং নিফটি ১১৪৫০ অঙ্কে পৌঁছে উচ্চতার নতুন নজির গড়ল।