কারেন্ট অ্যাফেয়ার্স ৮ আগস্ট ২০২০

1122
0

আন্তর্জাতিক

  • লেবাননে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫৮৷ রসুস নামে একটি জাহাজে যে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বেইরুট বন্দরে আনা হয়েছিল তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে৷ এদিন বেইরুট শহরের নানা স্থানে পথ অবরোধ করেন উত্তেজিত জনতা৷ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বেইরুট৷ এদিকে দেশের প্রধান বন্দরটি কার্যত অকেজো হয়ে পড়ায় ওষুধ ও খাদ্যশস্যের সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে লেবাননে৷
  • ব্রাজিলে কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করে গেল (১,০০,২৪০ জন)৷ সংক্রমিত হয়েছেন প্রায় ৩০০ লক্ষ মানুষ (২৯,৮৮,৭৯৬ জন)৷ বিশ্বে প্রাণহানির সংখ্যা ৭,২৭,৩৪৮৷ বিশ্বে আক্রান্ত হয়েছেন ১,৯৭,১১,৮২০ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার অতিক্রম করে গেল৷

 

জাতীয়

  • ভারতীয় ভূখণ্ডের পূর্ব লাদাখের দৌলত বাগ ওল্ডি সেক্টরে মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে বসলেন ভারত ও চিনের সেনা আধিকারিকরা৷ মেজর জেনারেল পর্যায়ের এই বৈঠকে সেনা প্রত্যাহার বিষয়ে আলোচনা হয়েছে৷
  • দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২০ লক্ষ মানুষ (২০,৮৮,৬১১)৷ প্রাণহানি হয়েছে ৪২,৫১৮ জনের৷ গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জনের প্রাণহানি হয়েছে৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, করোনার চিকিৎসা করতে গিয়ে দেশে ১৯৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে৷

 

বিবিধ

  • কাজিরাঙা জাতীয় উদ্যানে চোরাশিকারিদের হাতে খুন হল একটি পূর্ণবয়স্ক মেয়ে গন্ডার৷ চলতি বছরে এই নিয়ে কাজিরাঙায় দুটি গন্ডারের মৃত্যু হল চোরাশিকারিদের হাতে৷
  • ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্স অনুযায়ী বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি৷ প্রথম তিনটি স্থানে রয়েছেন যথাক্রমে জেফ বেজোস, বিল গেটস এবং মার্ক জুকেরবার্গ৷

 

খেলা

  • পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৩ উইকেটে জয়ী হল ইংল্যান্ড৷ পাকিস্তান দুই ইনিংসে ৩২৬ ও ১৬৯ রান করেছিল৷ ইংল্যান্ডের সংগ্রহ দুই ইনিংসে ২১৯ এবং ২৭৭৷ ক্রিস ওকস ৮৪ এবং জস বাটলার ৭৫ রান করে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জিততে সাহায্য করলেন৷ ওকস ম্যান অব দ্য ম্যাচ হলেন৷
  • চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাস ছিটকে যেতেই দলের প্রধান কোচের পদ থেকে মাউরিজিও সারিকে সরিয়ে আন্দ্রে পির্লোকে নিযুক্ত করলেন ক্লাব কর্তৃপক্ষ৷ এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়ে হতাশ ক্রীড়ামোদীরা৷ চ্যাম্পিয়ন্স লিগে চূড়ান্ত পর্যায়ে তাঁর ৬৭টি গোল রয়েছে যা অন্য কারও নেই৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল