কারেন্ট অ্যাফেয়ার্স ৯ এপ্রিল, ২০১৯

schedule
2019-04-10 | 13:24h
update
2019-04-12 | 06:05h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • জালিয়ানওয়ালাবাগে নির্বিচার হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইবে না ব্রিটেন। আগামী ১৩ এপ্রিল এই ঘটনার শতবর্ষ। ঘটনার জন্য ব্রিটেনের ক্ষমা চাওয়ার প্রস্তাব এনেছিলেন একজন ব্রিটিশ সাংসদ। ব্রিটিশ সংসদের ওয়েস্ট মিনিস্টার হলে হাউস অব কমন্সে বিতর্ক হল, তা নিয়ে এশিয়া প্যাসিফিক মন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, এটি এক লজ্জার অধ্যায়। শোকের সঙ্গে শতবর্ষ পালিত হবে। কিন্তু আর্থিক দায়বদ্ধতার প্রশ্ন উঠতে পারে ভেবে তিনি ক্ষমা চাওয়ার প্রস্তাব উড়িয়ে দিলেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ডকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’-এর তকমা দিল ইরান। এর আগে মার্কিন প্রশাসন ইরানের সশস্ত্র বাহিনী ‘রেভলিউশনারি গার্ড কোর’-কে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ বলেছিল।
Advertisement

জাতীয়

  • ছত্তিশগড়ে মাওবাদীদের হামললায় একজন বিধায়ক সহ ৫ জনের মৃত্যু হল। রায়পুর থেকে ৪৫০ কিমি দূরে দান্তেওয়াড়ার বাচেলি এলাকায় মাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এরপর চলে গুলি বর্ষণ। এই হামলায় বিধায়ক ভীমা মাওবী এবং ছত্তিসগড় পুলিশের ৪ কর্মীর মৃত্যু হল। ২০১৩ সালে মাও হামলায় বস্তারে প্রাক্তন মন্ত্রী সিবি শুক্লা সহ ২৭ জনের মৃত্যু হয়েছিল।
  • কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী কে এম মানি (৮৬) প্রয়াত হলেন। এই কংগ্রেস নেতা ১৯৬৫ সাল থেকে টানা ৫০ বছর পালা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন।

বিবিধ

  • প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর নিরিখে ২০১৮ সালে বিশ্বে প্রথম স্থান পেল ভারত। ২০১৭ সালেও ভারত এই তালিকার শীর্ষে ছিল। গত বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতরা এ দেশে ৭৯০০ কোটি ডলার পাঠিয়েছেন। ভারতের পরে এই তালিকায় রয়েছে চিন, মেক্সিকো, ফিলিপিন্স, মিশর।
  • চলতি ও আগমী অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার যথাক্রমে ৭.৩ এবং ৭.৫ শতাংশ হতে পারে বলে আইএমএফ–এর রিপোর্টে উল্লেখ করা হল।

 খেলা

  • মায়ানমারের সঙ্গে ভারতীয় মহিলা ফুটবলারদের ম্যাচ ৩-৩ গোলে ড্র হল। ফলে অলিম্পিকের যোগ্যতা নির্ণয়ের বাছাই পর্ব থেকে ভারত কার্যত ছিটকে গেল।
  • সুপার কাপের ফাইনালে উঠল এফসি গোয়া। তারা সেমিফাইনালে ৩-০ গোলে হারাল চেন্নাই সিটি এফসিকে। চেন্নাই এবারের আই লিগে খেতাব জয়ী হল।
  • সুস্থ হয়ে নিজের দেশ ব্রাজিলে ফিরলেন পেলে। টানা ৬ দিন তিনি প্যারিসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
  • ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)-র ডোপ পরীক্ষায় ২০১৭ সালে পর-পর ৪ বার ব্যর্থ হয়েছিলেন এশিয়ান চ্যাম্পিয়ন শটপুটার মনপ্রীত কাউর। তাঁকে ৪ বছরের জন্য সাসপেন্ড করল নাডা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 17:19:41
Privacy-Data & cookie usage: