কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুলাই ২০১৮

641
0

জাতীয়

  • রাজস্থানে অ্যাম্বুলেন্স দুর্নীতির অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভায়ালার রবির ছেলে রবি কৃষ্ণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিশেষ সিবিআই আদালত।
  • মহারাষ্ট্রে ভাসাইয়ের ভুঙ্গরেশ্বর জলপ্রপাত দেখতে গিয়ে ভেসে গেলেন শতাধিক পর্যটক। তাঁদের উদ্ধার করা হলেও মৃত্যু হল ১ জনের।

আন্তর্জাতিক

  • থাইল্যান্ডের থাম লুয়াং ন্যাং নন গুহা থেকে উদ্ধার করা হল ৪ জন কিশোর ফুটবলারকে। বাকিদের পরে উদ্ধার করা হবে। উদ্ধার হওয়া কিশোররা সুস্থ আছে। গুহার মধ্যে ৪ কিমি দীর্ঘ দুর্গম পথে এক-এক জনের সঙ্গে ২ জন করে দক্ষ ডুবুরি থাকছেন।
  • পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও তাঁর বোন ফরিয়াল তালপুরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল পাক সুপ্রিম কোর্ট। ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় এই নির্দেশ দেওয়া হল। অন্যদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাই মহম্মদ সফদর আত্মসমর্পন করলেন। আর্থিক দুর্নীতি মামলায় তাঁর এক বছরের কারাদণ্ড হয়েছে।
  • বাংলাদেশে ধর্মনিরাপেক্ষতা ফেরানোর লক্ষ্য নিয়ে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামে একটি মঞ্চ তৈরি করলেন বিশিষ্টজনরা।
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ বৈঠক করলেন সে দেশে আশ্রয় নেওয়া জাকির নায়েকের সঙ্গে। সন্ত্রাসবাদে ও আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ওই স্বঘোষিত ধর্মীয় নেতাকে ভারতে প্রত্যপর্ণের দাবি নাকচ করেছে মালয়েশিয়া।

খেলা

  • ব্রিটিশ গ্রঁ প্রি চ্যাম্পিয়ন হলেন ফর্মুলা ওয়ান চালক সেবাস্টিয়ান ভেটেল। এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই খেতাব জিতলেন।
  • তুরস্কে আয়োজিত আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালঞ্জ কাপ প্রতিযোগিতার ভল্ট ইভেন্টে সোনা জিতলেন ভারতের দীপা কর্মকার। এই প্রথম তিনি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতলেন।
  • ইন্দোনেশিয়া ওপেনের ব্যাডমিন্টনে ছেলেদের ও মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন যথাক্রমে জাপানের কেন্তো মোমোতা ও চিনের তাই জু ইং।
  • স্পেনের জাতীয় ফুটবল দলের কোচের পদ ছাড়লেন ফার্নান্দো হিয়েরো।
  • টি ২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। এদিন ব্রিস্টলে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয়ী হল ভারত। রোহিত শর্মা ৫৬ বলে অপরাজিত শতরান করলেন।

বিবিধ

  • ২০১৮ সালের প্রথম ৬ মাসে দেশের ১৮টি সংস্থা তাদের প্রথম শেয়ার (আইপিও) ছেড়ে বাজার থেকে ২৩৬৭০ কোটি টাকা পেয়েছে যা তার আগের ৬ মাসের তুলনায় দ্বিগুণ। এদিন এই তথ্য প্রকাশিত হল।
  • ব্যাঙ্কে বিপুল অঙ্কের ঋণের আবেদন এলে তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রকে একটি পৃথক সংস্থা তৈরির পরামর্শ দিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন আইসিএআই।