আন্তর্জাতিক
- আসন্ন মার্কিন সফরে হোটেলে থাকার পরিবর্তে ওয়শিংটনে পাক রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে থাকার সিদ্ধান্ত জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। খরচ বাঁচাতে এই পদক্ষেপ বলে জানা গেছে। অন্যদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ এদিন সান্ডি বাহাউদ্দিন শহরে বিশাল মিছিল করে ইমরানের ইস্তফা দাবি করলেন। তাঁর দাবি, যে মামলায় নওয়াজের কারাদণ্ড হয়েছে তা ভুয়ো।
- ইউরেনিয়াম সঞ্চয় করার নির্ধারিত সীমা অতিক্রম করল ইরান। এর মাধ্যমেই তারা পরমাণুচুক্তিও ভঙ্গ করল।
- এদিনই দক্ষিণপূর্ব ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭।
জাতীয়
- রাজস্থানের পোখরানে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) ‘নাগ’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হল। তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এটি।
- উত্তরপ্রদেশে যমুনা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ২৯ জন যাত্রীর মৃত্যু হল। ‘জনরথ’ নামের ওই বাসটির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ। গত ৫ বছরে যমুনা এক্সপ্রেসওয়েতে ৫ হাজার পথ দুর্ঘটনায় ৭০০ জনের প্রাণহানি হয়েছে বল জানা গিয়েছে।
বিবিধ
- ভারতের শেয়ার বাজারে এ বছরের বৃহত্তম পতনের ঘটনা ঘটল। এদিন শেয়ার সূচক সেনসেক্স ৭৯২.৮২ অঙ্ক এবং নিফটি ২৫২.৫৫ অঙ্ক পড়ল। বাজার থেকে মুছে গেল লগ্নিকারীদের ৩.৩৯ লক্ষ কোটি টাকা। বাজেট প্রস্তাবে অতিধনীদের ওপর আয়করে সারচার্জ বসানোর প্রস্তাব বাজারে বিরূপ প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
- গত ২ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারি দপ্তর সমূহে ৩.৮১ লক্ষ চাকরি পেয়েছেন এবং এর মধ্যে রেলে ৯৯ হাজার জন চাকরি পেয়েছেন বলে জানাল কেন্দ্রীয় সরকার।
খেলা
- কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল ব্রাজিল। মারকানা স্টেডিয়িামে ফাইনালে তারা ৩-১ গোলে হারাল পেরুকে। ১২ বছর পর এই প্রতিযোগিতার ফাইনালে তারা জয়ী হল। এই নিয়ে ব্রাজিল নবমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল। তারমধ্যে চতুর্থবার দেশের মাঠে। ম্যান অব দ্য ম্যাচ হলেন এভার্টন।
- পোল্যান্ডে কুনটো অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে সোনা জিতলেন হিমা দাস। এক সপ্তাহের মধ্যে এটি তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক সোনার পদক জয় (পোল্যান্ডে পোজনান অ্যাথলেটিক্স গ্রঁ প্রি-তে ২০০ মিটারে সোনা জয়ের পর)।
- কানাডা ওপেন ব্যাডমিন্টনে রানার্স হলেন পারুপল্লি কাশ্যপ। ষষ্ঠ বাছাই কাশ্যপকে ফাইনালে হারালেন চিনের লি শি।