কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০১৮

schedule
2018-06-12 | 09:59h
update
2018-06-12 | 09:59h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ২০১৫ সালে এম এম কুলবর্গি এবং ২০১৭ সালে গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে একই পিস্তল ব্যবহার করা হয়েছিল বলে জানাল কর্নাটক পুলিশ। মূল অপরাধীদের ধরতে পারেনি পুলিশ। তবে তাদের দাবি, হত্যাকারীরা হিন্দুত্ববাদী হতে পারে।
  • পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পরীক্ষার্থীর সংখ্যা ৭,৪৪,৫৭৫। পাশের হার ৮৩.৭৫ শতাংশ। কলা বিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত ৫০০-র মধ্যে ৪৯৬ পেয়ে প্রথম হলেন।

আন্তর্জাতিক

  • বিধ্বংসী রূপ নিল গুয়েতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি। বারো হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানোর পরও মৃত্যু অব্যাহত। মৃতের সংখ্যা ১০৯।
  • পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাজেয়াপ্ত করল পাক প্রশাসন। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলায় এই নির্দেশ জারি করেছিল আদালত।
  • সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব প্রদেশে রুশ বিমান বাহিনীর হানায় ৪৪ জন অসামরিক ব্যক্তির মৃত্যু হল। নিহতদের মধ্যে ৬টি শিশু, ১১ জন মহিলাও রয়েছেন।
  • চিন সফরে গিয়ে চিনের রাষ্ট্রপতি জি জিনফিংয়ের সঙ্গে বৈঠক করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এই বৈঠক প্রসঙ্গে রুশ কূটনীতিক আলেকজান্ডার গাবুয়েভ বলেছেন, ‘এই দুই বন্ধু নিজের নিজের দেশকে উন্নতির শিখরে নিতে চান। এবং তাঁরা দুজনেই মার্কিনিদের আগ্রাসী নীতিতে বিরক্ত।’
Advertisement

খেলা

  • নরওয়ে সুপার দাবায় যৌথভাবে দ্বিতীয় স্থান পেলেন বিশ্বনাথন আনন্দ। এদিন ফাইনাল রাউন্ডে তিনি হারিয়ে দেন রাশিয়ার সের্গেই কার্জাকিনকে। ৪.৫ পয়েন্ট পেয়ে তাঁর সঙ্গে দ্বিতীয় স্থান পেলেন ম্যাগনাস কার্লসেন এবং হিকারু নাকাসুরা। চ্যাম্পিয়ন হলেন মার্কিন দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানা।
  • দেরাদুনে বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের টি ২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হল আফগানিস্তান।
  • একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করল নিউজিল্যান্ড। এদিন ডাবলিনে আায়ারল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের ক্রিকেটে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯০ রান করে।
  • ক্রীড়াবিদদের আয় সংক্রান্ত বিতর্কিত নির্দেশিকাটি স্থগিত রাখার কথা জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। প্রসঙ্গত, হরিয়ানার সরকারি চাকরিপ্রাপ্ত ক্রীড়াবিদদের বেতন ও বিজ্ঞাপন বাবাদ আয়ের এক-তৃতীয়াংশ দাবি করেছিল হরিয়ানা সরকার।

বিবিধ

  • পশ্চিম ও দক্ষিণ ভারতের ১৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল। ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের সমস্যা সমাধানের পথ খুঁজতে একটি কমিটি গঠন করা হল। তার শীর্ষে রয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নন-এগজিকিউটিভ চেয়ারম্যান সুনীল মেহতা।
  • আত্মঘাতী হলেন জনপ্রিয় মার্কিন সঞ্চালক অ্যান্টনি বুরডেন (৬১)। সিএনএন টেলিভিশন চ্যানেলের টিভি শো ‘পার্টস আননোন’-এর সঞ্চালনা করতেন তিনি। তারই জন্য প্যারিস গিয়েছিলেন বুরডেন। সেখানেই আত্মঘাতী হয়েছেন তিনি।
  • ২০১৫-১৬, ২০১৬-১৭ অর্থবর্ষে লেনদেনের হিসাব দেয়নি এমন সংস্থার সংখ্যা ২.২৫ লক্ষ। তাদের নথিভুক্তি বাতিল করা হবে। একথা জানাল কেন্দ্র সরকারের কোম্পানি মন্ত্রক।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 17:24:35
Privacy-Data & cookie usage: