কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর, ২০১৭

schedule
2017-12-12 | 10:42h
update
2017-12-16 | 06:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  •  নিঠারি হত্যাকাণ্ড সংক্রান্ত নবম মামলায় ফাঁসির সাজা ঘোষণা হল মণিন্দর সিং পান্ধের ও তার পরিচারক সুরেন্দ্র কোলির। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মোট ১৯টি মামলা সিবিআই দায়ের করেছে।
  • পাকিস্তানে কারাবন্দি কুলভূষণ যাদবকে ২৫ ডিসেম্বর তাঁর স্ত্রী ও মার সঙ্গে দেখা করতে দেবে বলে জানানো হল। যাদবকে মৃত্যুদণ্ড দেওয়া হলেছে ভারতীয় চর সন্দেহে।

আন্তর্জাতিক

  •  ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদ প্রক্রিয়ার প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হল। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ জ্যাঁকার এই চুক্তিতে সই করেছেন। এদিন যেসব বিষয়ে দুপক্ষে ঐকমত্য হয়েছে তা হল, আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটেনের কাঁটাতারের সীমান্ত থাকবে না। ইংল্যান্ডে বসবাসকারী ইইউ নাগরিক বা ইইউতে বসবাসকারী ব্রিটিশদের অধিকার সুরক্ষিত থাকবে। ২০১৯ সালের মার্চ মাসে এই প্রক্রিয়া হওয়ার কথা।
  • জেরুজালেম বিতর্কে গাজায় বিক্ষোভ দেখাতে গিয়ে ইজরায়েলি পুলিশের গুলিতে মৃত্যু হল এক প্যালেস্তিনীয় বিক্ষোভকারীর। শুধু গাজা নয়, বিক্ষোভ প্রদর্শন হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালেশিয়ায়।
Advertisement

খেলা

  •  অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্টিনার কাছে হকিতে ০-১ গোলে হেরে গেল ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনালেই দৌড় শেষ হল ভারতের। ২০১৫ সালের হকি ওয়ার্ল্ড লিগেও ভারত শেষ চারে পৌছেছিল।
  • ২০১৭ সালের ব্যালন ডি’অর (বালোঁ দ্যো’র) পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসির মতো তিনিও এই নিয়ে পাঁচবার এই খেতাব পেলেন। এর আগে তিনি ২০০৮, ২০১৩, ২০১৪ এবং ২০১৬ সালে ব্যালন ডি’অর পেয়েছিলেন। প্যারিসে এক অনুষ্ঠানে তিনি হাতে পেলেন সুদৃশ্য ট্রফি। প্রসঙ্গত, ফরাসি ফুটবল ম্যাগাজিন পরিচালিত এই পুরস্কার দেওয়া হয় সাংবাদিকদের ভোটের মাধ্যমে।
  • ডোপ করার অভিযোগে সাসপেন্ড হলেন পেরু ফুটবল দলের আধিনায়ক পাওলো গুয়েরো।
  • ২০১৭ সালের পুরুষ ও মহিলাদের মধ্যে বর্ষসেরা টেনিস খেলোয়াড়ের সম্মান দেওয়া হল রাফায়েল নাদাল ও গারবিনে মুগুরুজাকে। দুজনেই স্পেনের। ১৯ বছর পর একই দেশের দুই খেলোয়াড় এই সম্মান পেলেন। ১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাস ও লিওসে ডাভেনপোর্ট এই কৃতিত্ব দেখিয়েছিলেন।

বিবিধ

  • ইউনিটেকের ৮ জন ডিরেক্টরকে সংস্থার পর্ষদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করল জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল। এক তহবিলের টাকা অনৈতিকভাবে অন্য তহবিলে সরানোর দায়ে তাঁরা অভিযুক্ত হয়েছেন।
  • প্যান ও আধার কার্ড সংযোগের সময় সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করল কেন্দ্র সরকার।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 18:03:59
Privacy-Data & cookie usage: