আন্তর্জাতিক
- থাইল্যান্ডে সাধারণ নির্বাচন ২৪ মার্চ। সেখানে বিরোধী দল ‘থাই রক্ষা চার্ট পার্টি’-র পক্ষ থেকে জানানো হল রাজকন্যা উবোলরত্না (৬৭) প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থী। থাইল্যান্ডে রাজতন্ত্রের অবসান হয় ১৯৩২ সালে। বর্তমানে দেশের শাসনভার সেনা সমর্থিত জুন্টা সরকারের হাতে। উবোলরত্না এমআইটি-র প্রাক্তনী। এক মার্কিন নাগরিককে বিয়ে করায় রাজ উপাধি ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। ২৬ বছর মার্কিন প্রবাসী থাকার পর ২০০১ সালে থাইল্যান্ডে ফিরেছেন তিনি। এতদিন বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন রাজকুমারী উবোলরত্না।
- মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার গ্রিনকার্ড প্রদানের ক্ষেত্রে দেশভিত্তিক কোটা তুলে দিতে বিল পেশ হল হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। প্রতি বছর ১ লক্ষ ৪০ হাজার জনকে গ্রিন কার্ড দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিটি দেশের কোটা সর্বোচ্চ ৭ শতাংশ।
জতীয়
- বাংলাদেশের নতুন সরকারের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন ভারত সফরে এসে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে।
- উত্তরবঙ্গের ময়নাগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিবিধ
- পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সমাপ্ত হল। এই সম্মেলনে ৮৬টি মউ স্বাক্ষরিত হয়েছে এবং ২,৮৪,২৮৮.৩৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানানো হয়েছে। ৩৫টি দেশের ৪৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন বলে জানানো হল। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করলেন, বিগত চারটি শিল্প সম্মেলনের ৪০ শতাংশই রূপায়ণের পথে।
- নিউ ইয়র্কে মাদাম তুসোর সংগ্রহশালায় উন্মোচিত হল প্রিয়ঙ্কা চোপড়ার মূর্তি।
খেলা
- ইন্ডিয়ান অ্যারোজকে ২-০ গোলে হারাল চেন্নাই সিটি। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে আই লিগে পয়েন্টের বিচারে পুনরায় শীর্ষস্থানে উঠে এল চেন্নাই। এদিকে শ্রীনগরের মাঠ বরফে ঢেকে যাওয়ায় ১০ ফেব্রয়ারি ইস্টবেঙ্গল-রিয়াল কাশ্মীর ম্যাচ স্থগিত করে দেওয়া হল। এই প্রথম বরফের কারণে আই লিগের ম্যাচ বাতিল হল।
- ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ভারত ৭ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে। এদিন একগুচ্ছ রেকর্ড করলেন ভারতের পরিবর্ত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ২৯ বলে ৫০ রান করলেন তিনি। ৯২ নম্বর টি২০ ম্যাচে তাঁর রান হল ২২৮৮ যা বিশ্বে সর্বোচ্চ। টপকে গেলেন নিউজিল্যান্ডের গ্যাপ্টিলকে (২২৭২)। তৃতীয় ব্যাটসম্যান হিসাবে টি২০তে ওভার বাউন্ডারির সংখ্যায় সেঞ্চুরি (১০২টি) করলেন তিনি। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ওভার বাউন্ডারির সংখ্যা হল ৩৪৯। এদিন ম্যান অব দ্য ম্যাচ হলেন ক্রুনাল পান্ডিয়া। মেয়েদের টি২০ ম্যাচে ভারত অবশ্য হেরে গেল নিউজিল্যান্ডের কাছে।
- ক্রীড়া প্রস্তুতকারক ‘লি নিং’-এর সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলেন পি ভি সিন্ধু।
- আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হলেন রিকি পন্টিং।