কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ফেব্রুয়ারি ২০২০

schedule
2020-02-10 | 09:28h
update
2020-02-10 | 09:28h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • চিনের উহানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মার্কিন নাগরিকের মৃত্যু হল। এই প্রথম চিনে কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হল। চিনে এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৭২৩। এর বাইরে আরও ২৭টি দেশে ৩২০ জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
  • পাকিস্তানে এক নাবালিকার বিবাহে সায় দিল সিন্ধু হাইকোর্ট। মাসচারেক আগে খ্রিস্টান ধর্মাবলম্বী এক নাবালিকাকে অপহরণ করে ধর্মান্তরিত ও বিবাহ করে জনৈক আব্দুল জব্বর। সংখ্যালঘু নাবালিকাদের জোর করে ধর্মান্তর ও বিয়ে রুখতে ২০১৪ সালে পাকিস্তানে বাল্যবিবাহ রোধ আইন প্রণয়ন হয়েছিল। এই ঘটনাটিতে ওই বিয়েকে অবৈধ ঘোষণার দাবিতে আদালতের শরণাপন্ন হন খ্রিস্টান নাবালিকার বাবা-মা। নাবালিকার বয়স ১৪ বছর। এই পরিস্থিতিতে সিন্ধু হাইকোর্ট রায় দিয়েছে কন্যা ঋতুমতী হওয়ায় বিবাহ বৈধ। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন ওই সংখ্যালঘু দম্পতি।
  • ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড এবং ইউক্রেন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যানকে পদ থেকে বিচ্যুত করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইমপিচমেন্ট তদন্তে দুজনেই ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন।
Advertisement

 

জাতীয়

  • জাতীয় ই-গর্ভন্যান্স সূচকে প্রথম চারটি স্থান পেল কেরল, গোয়া, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ। প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় এই সূচকের জন্য বিহারের নাম বিবেচনায় আনা হয়নি।
  • ৫ দিনের ভারত সফরে এলেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এদিন নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে তাঁর সঙ্গে বৈঠক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
  • উৎসবের মেজাজে দিল্লি বিধানসভায় ভোট নেওয়া হল।

 

বিবিধ

  • জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দুটি ঘরে বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরির সূচনা করলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এস খালিদ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চেধুরী। শিলাইদহে থাকাকালীন রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্টির স্মারক ও রেপ্লিকা থাকবে ওই প্যাভিলিয়নে।

 

খেলা

  • অকল্যান্ডে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ২২ রানে হেরে গেল। পরপর দুটি ম্যাচে হেরে সিরিজেও পরাস্ত হল ভারত।
  • হকিতে বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামকে হারাল ভারত। ভুবনেশ্বরে এফআইএইচ প্রো-হকি লিগে ভারত জিতল ২-১ গোলে।
  • আইলিগে গোকুলম এফসি-কে ১-০ গোলে হারাল রিয়াল কাশ্মীর। পয়েন্টের বিচারে লিগ টেবিলে এখন তাদের স্থান তৃতীয়। নেরোকো ৫-০ গোলে হারাল ট্রাউকে।
  • ভারতের টিটি খেলোয়াড় সাথিয়ান জ্ঞানশেখরণ জাপানের প্রিমিয়ার টেবিল টেনিস লিগে খেলার ডাক পেলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 20:50:48
Privacy-Data & cookie usage: