কারেন্ট অ্যাফেয়ার্স ৯ অক্টোবর, ২০১৮

745
0

জাতীয়

  • বিখ্যাত একটি তামিল সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিক আর গোপালকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি একটি সংবাদে তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পু্রোহিতের মানহানি করেছেন বলে অভিযোগ। ২০০০ সালে এই গোপালই অপহৃত অভিনেতা রাজকুমারকে ছাড়াতে চন্দনদস্যু বীরাপ্পনের সঙ্গে গিয়ে দর কষাকষি করেছিলেন।
  • অসমের শরণার্থী শিবির থেকে আরও ২৩ জন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠানোর কথা জানাল কেন্দ্র। ভিলাই স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৯ জনের। জখম হয়েছেন ১৪ জন। গ্যাস পাইপলাইনে বিস্ফোরণটি ঘটেছে।

আন্তর্জাতিক

  • হোয়াইট হাউসের ইস্টরুমে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন ব্রেট ক্যানাভা। তাঁর বিরুদ্ধে অতীতে শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছিলেন ৩ জন মহিলা। শেষ পর্যন্ত এফবিআই তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।
  • পাকিস্তানকে ৪৮টি উন্নত ও সশস্ত্র ড্রোন বিক্রির কথা জানাল চিন। এর নাম উইং লপং ২।
  • রাষ্ট্র সংঘে মার্কিন দূত নিকি হ্যালি পদত্যাগ করলেন। তবে বছরের শেষ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

খেলা

  • বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত যুব বিশ্ববিকাপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন জেরেমি লালরিননুঙ্গা। এই প্রথম ভারত যুব অলিম্পিকে সোনা জিতল। ভারোত্তনে পদক জিতলেন জেরেমি। এদিনই শুটিংয়ে সোনা জিতলেন মানু ভাকের। হকিতে ভারতের ছেলেরা ৭-১ গোলে হরা কেনেয়িাকে।
  • এশিয়ান গেমস –এ মহিলাদের ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতনে একতা ভিয়ান। এটি ভারতের চতুর্থ সোনা।

বিবিধ

  • একদিনে টাকার দাম হ্রাস পেল ৩৩ পয়সা। এদিন তা হল ৭৪.৩৯ টাকা প্রতি ডলার। এটি একটি রেকর্ড। অতীতে কখনও এত নীচে নামেনি টাকার দর।
  • দেশের ৫৩টি শহরে আধার সেবা কেন্দ্র চালুর কথা জানাল আধার কর্তৃপক্ষ। মেট্রো শহরে ৪টি করে ও অন্যান্য শহরে ২টি করে ওই কেন্দ্র চালু করা যেতে পারে। প্রসঙ্গত, প্রতি দিন গড়ে ১ লক্ষ মানুষ আধারের জন্য নাম নথিভুক্ত করেন। ৪ লক্ষ মানুষ তথ্য সংশোধনের আবেদন জানান।