কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জানুয়ারি ২০২০

schedule
2020-01-11 | 12:42h
update
2020-01-11 | 12:42h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • এবার আর টালবাহানা নয়, জানুয়ারি মাসের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে চায় ব্রিটেন। ব্রিটিশ সংসদের হাউস অব কমন্সে এদিন ব্রেক্সিট বিল পাশ হল ৩০০-২৩১ ভোটে।
  • পশ্চিম এশিয়ায় শান্তি রক্ষার বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের কাম্যান্ডার কাসেম সোলেমানিকে আত্মরক্ষার জন্য হত্যা করা হয়েছে বলে রাষ্ট্রসঙ্ঘে চিঠি দিয়ে জানালেন মার্কিন দূত কেলি ক্রাফ্ট। পূর্বনির্ধারিত কোনো শর্ত ছাড়াই তাঁরা ইরানের সঙ্গে আপস মীমাংসায় প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
  • ব্রিটেনের রয়াল পরিবারের সিনিয়র সদস্যদের সন্ধান ত্যাগ করার সিদ্ধান্ত ইনস্টাগ্রাম মারফত জানালেন ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ দাবিদার রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। রাজপরিবারের আর্থিক সুবিধা ত্যাগ করে নিজেরা উপার্জনের চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। মেগান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন অভিনেত্রী। প্রসঙ্গত, ১৯৩৬ সালে মার্কিন নাগরিক ওয়্যালিস সিম্পসনকে বিয়ে করার জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন রানি ভিক্টোরিয়ার প্রপৌত্র অষ্টম এডোয়ার্ড।
Advertisement

জাতীয়

  • ১৫টি দেশের রাষ্ট্রদূতরা কাশ্মীরের পরিস্থিতি ঘুরে দেখতে ২ দিনের সফর শুরু করলেন। সফরের নেতৃত্বে রয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশকুমার। মার্কিন যুক্তরাষ্ট্র, মরক্কো, দক্ষিণ কোরিয়া, নাইজার, গায়ানা, আর্জেন্টিনা, বাংলাদেশ নরওয়ে, ফিলিপিন্স, মালদ্বীপ, টোগো, ফিজি, পেরু ও ভিয়েতনামের রাষ্ট্রদূতরা রয়েছেন এই দলে।
  • হিংসাত্মক পরিস্থিতি শান্ত হলে তবেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। সিএএ-কে সাংবিধানিক বলে ঘোষণার আর্জি জানিয়েছিলেন আইনজীবী বিনীত ধান্ডে।

বিবিধ

  • ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০১৮ সালের নথি প্রকাশিত হল। এই নথি অনুযায়ী ওই বছরে ১০,৩৪৯ জন কৃষক আত্মঘাতী হয়েছেন। দেশে ওই বছরে মোট ১,৩৪,৫১৬ জন আত্মঘাতী হয়েছেন। এই ধরনের ঘটনা সবথেকে বেশি ঘটেছে মহারাষ্ট্রে। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে ১.৩ শতাংশ। ওই সময়ে মহিলাদের ওপর অ্যাসিড আক্রমণ (৫০টি) ও বধূ নির্যাতন (১৬৯৫১)-এর ঘটনা দেশের মধ্যে সবথেকে বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে।
  • ৪০ জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞের সঙ্গে নীতি আয়োগের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

খেলা

  • দক্ষিণ আফ্রিকায় আয়োজিত চতুর্দেশীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারত। ভারতকে নেতৃত্ব দেন প্রিয়ম গর্গ।
  • ৬৫তম ইউটিটি জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস অনূর্ধ্ব ১৪ প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হল বাংলা। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হল মহারাষ্ট্র।
  • আই লিগে মোহনবাগান ১-০ গোলে হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। চেন্নাই সিটি ৩-২ গোলে হারাল গোকুলামকে।
  • স্প্যানিস সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারাল তারা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2024 - 00:27:50
Privacy-Data & cookie usage: