কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২০

1080
0

আন্তর্জাতিক

  • হিউস্টনের মেমোরিয়াল গার্ডেনে মা লারসেনিয়ার সমাধিস্থলের পাশেই সমাহিত করা হল জর্জ পেরি ফ্লয়েডকে৷ টেক্সাসের হ্যারিস কাউন্টি ৯ জুন দিনটি ফ্লয়েড দিবস হিসাবে পালন করার কথা জানালো৷ জর্জের শেষকৃত্যে যোগ দিলেন প্রায় ৬ হাজার মানুষ৷ অন্যদিকে জর্জের হত্যাকারী ডেরিক শভিনের জামিনে মুক্তির জন্য ১০ লক্ষ ডলার জমা করার শর্ত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত৷
  • গোটা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২৭২৯৯৯৷ ৪১১৭১৭ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস৷ এদিকে ‘হু’-এর আধিকারিক মারিয়া ভ্যান কারকোভ দাবি করলেন, উপসর্গহীন আক্রান্তদের থেকে সংক্রমণের আশঙ্কা কম৷

 

জাতীয়

  • অসমের তিনসুকিয়া জেলার বাগজানে অয়েল ইন্ডিয়া সংস্থার তেলকূপে আগুন লেগে যায়৷ গত ২৭ মে রক্ষণাবেক্ষণের সময় গ্যাস নির্গত হতে শুরু হয়েছিল৷ বিশেষজ্ঞদের উপস্থিতিতে তা নিয়ন্ত্রণের চেষ্টার মধ্যেই আগুন লাগে৷ ৬৫০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৯৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ পরপর ৬দিন প্রত্যহ ৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৬৬৫৯৮৷ ৭৪৭১ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ পশ্চিমবঙ্গে ৮৯৮৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ সক্রিয় আক্রান্ত ৪৯৫০ জন, মৃত্যু হয়েছে ৪১৫ জনের৷ কো-মর্বিডিটির কারণে ২৭৫ জনের মৃত্যু হয়েছে৷

 

খেলা

  • আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে চলেছে ইংল্যান্ডে৷ তার প্রাথমিক ধাপ হিসাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এদিন পৌঁছলেন ম্যাঞ্চেস্টারে৷ এখানেই ১৪ দিন নিভৃতবাসে থাকবেন তাঁরা৷
  • ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার টোনি জুনের (৭৮) জীবনাবসান হয়েছে৷ ক্লাবের হয়ে ৫৩৫টি ম্যাচ খেলেছিলেন তিনি৷