কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুলাই ২০১৮

schedule
2018-07-10 | 11:46h
update
2018-07-10 | 11:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • পেট্রোলিয়াম মন্ত্রক কি নিজেদের ঈশ্বর মনে করে? আদালতকে তথ্য জানানোর ক্ষেত্রে গয়ংগচ্ছ মনোভাব নিয়ে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
  • উত্তরপ্রদেশে বাগপত কারাগারের মধ্যেই গুলি করে দুষ্কৃতীরা হত্যা করল কুখ্যাত দুষ্কৃতী মুন্না বজরঙ্গিকে।
  • বিশেষ ‘রামায়ণ ট্রেন’ নামক পর্যটন রেল পরিষেবা চালুর পরিকল্পনা জানাল রেল মন্ত্রক।
  • পশ্চিমবঙ্গে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদের ৩০ শতাংশ পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
  • নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা রদ করার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
Advertisement

আন্তর্জাতিক

  • ব্রিটেনে নার্ভ এজেন্ট নোভিচকের সংস্পর্শে মৃত্যু হল এক মহিলার। তাঁর নাম ডন স্টুরগেস (৪৪)। ঠিক এইভাবেই গত ৪ মার্চ অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল।
  • থাইল্যান্ডের গুহায় আটক কিশোর ফুটবল দলের আরও ৪ জন সদস্যকে উদ্ধার করতে সমর্থ হলেন ডুবুরিরা। গত ২৩ জুন থেকে তাঁরা আটক।
  • বৃষ্টি ও ধসে জাপান বিপর্যস্ত। মৃতের সংখ্যা বেড়ে হল ১০৯।
  • চিনের লং মার্চ ২ সি রকেটে করে মহাকাশে পাকিস্তানের দুটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হল। এই নিয়ে নিজেরা ১৭টি উপগ্রহ তৈরি করে বিদেশি রাষ্ট্রকে বিক্রি করল চিন।

খেলা

  • ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচে শতরান করেছিলেন রোহিত শর্মা। এই শতরানটি তিনি বিশ্বের শেষ পুরুষ সাদা গন্ডার সুদানের স্মৃতিতে উৎসর্গ করলেন।
  • আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন গোলরক্ষক পি আর শ্রীজেশ।
  • স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন লুই এনরিকে।

বিবিধ

  • টাটা সান্স সংস্থার চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানো অবৈধ, এই দাবিতে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুন্যালে যে মামলা করেছিলেন তিনি, তা খারিজ করে দিল ট্রাইবুন্যাল। সংশ্লিষ্ট গোষ্ঠীর পর্ষদের হাতে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আছে বলে জানানো হল। ২০১৬ সালের ২৪ অক্টোবর তিনি অপসারিত হয়েছিলেন।
  • নয়ডার স্যামসাঙ সংস্থার মোবাইল তৈরির কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে ইন।
  • ভোডাফোন ও আইডিয়ার সংযুক্তিতে শর্তসাপেক্ষে সায় জানাল টেলিকম মন্ত্রক।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 18:23:48
Privacy-Data & cookie usage: