কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ডিসেম্বর, ২০১৮

517
0
Current Affairs 9 Dec 2018

আন্তর্জাতিক

  • ওয়ানঝু প্রসঙ্গে কানাডার ওপর চাপ বাড়াল চিন। এদিন বেজিংয়ে কানাডার রাষ্ট্রদূতকে ডেকে ওয়ানঝুকে মুক্তি দিতে দাবি জানাল চিনা প্রশাসন। প্রসঙ্গত, চিনা সংস্থা হুয়েইয়ের সিএফও মেং ওয়ানঝুকে গ্রেপ্তার করেছে কানাডা। তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের মামলা চলছে কানাডায়।
  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই তাঁর জামাতা জ্যারেড কুশনারকে পশ্চিম এশিয়ার বিশেষ পরমার্শদাতা পদে নিযুক্ত করেছিলেন। গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনার পর জ্যারেড সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনকে ফোন করে ‘কী করে ঝড় সামলাতে হয়’ তার উপদেশ দিয়েছিলেন বলে একটি মার্কিন সংবাদপত্র দাবি করল।

জাতীয়

  • মহারাষ্ট্রের চন্দ্রপুরে তাডোবা-আন্ধেরি অভয়ারণ্যের কাছে একটি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক বাঘের।
  • কেরলের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরটির উদ্বোধন হল। ১৮০০ কোটি টাকা ব্যয়ে কান্নুরে তৈরি হয়েছে সেটি। এদিন তার উদ্বোধন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু। কেরল হল দেশের প্রথম রাজ্য যেখানে চারটি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে।

বিবিধ

  • সরকারি গাড়ি হিসাবে সেইসব গাড়ি ব্যবহার করতে হবে যেগুলি দেশের মাটিতে তৈরি। এমনকি সেইসব গাড়ির যন্ত্রাংশের ৬৫ শতাংশও দেশেই তৈরি হতে হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রসারে এই বিজ্ঞপ্তিই প্রকাশ করল কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক।
  • একদিনে ১০০৭টি বিমান ওঠানামা করল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমান বন্দরে। এর আগে একদিনে সর্বোচ্চ ১০০৪টি বিমান ওঠানামা করেছিল সেখানে।

খেলা

  • অ্যাডিলেড টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩০৭ রানে। চতুর্থ ইনিংসে ৩২২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪ উইকেটে হারিয়ে ১০৪ রান করল অস্ট্রেলিয়া।
  • আই লিগে আইজল এফসিকে ৪-১ গোলে হারাল চার্চিল ব্রাদার্স। লিগ টেবিলে দ্বিতীয় শীর্ষস্থানে উঠে এল তারা।
  • বিশ্বকাপ হকিতে জার্মানি ৫-৩ গোলে হারাল পাকিস্তানকে।