কারেন্ট অ্যাফেয়ার্স ৯ নভেম্বর, ২০১৮

715
0
Current Affairs 9 Nov 2018

আন্তর্জাতিক

  • দাবানলের আগুন প্রবেশ করল শহরে। মৃত্যু হল অন্তত ৫ জনের। ৭৫ হাজার বাড়ি খালি করা হল। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ম্যাক্রামেন্টোর বিউট কাউন্টিতে এই ঘটনা ঘটেছে। সব থেকে খারাপ অবস্থা প্যারাডাইস শহরের।
  • বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আসন্ন সাধারণ নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে শর্ত ঘোষণা করল। তাদের সভানেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া না হলে তারা ভোটে লড়বে না বলে জানাল। প্রসঙ্গত, ২০১৪ সালের সাধারণ নির্বাচন বয়কট করেছিল বিএনপি।
  • পার্লামেন্ট ভেঙে দিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। ২০২০ সাল পর্যন্ত মেয়াদ ছিল এই সংসদের।

জাতীয়

  • মহারাষ্ট্রের দেওলালিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পদাতিক বাহিনীতে সংযুক্ত হল আল্ট্রা লাইট কামান হাউইৎজার। এই কামানের পাল্লা ২৪-৪০ কিমি। এদিন একই সঙ্গে কে ৯ বজ্র নামক সেলফ-প্রপেলড কামানও বাহিনীর হাতে তুলে দেওয়া হল। প্রসঙ্গত, ৩০ বছর পর বিদেশ থেকে কামান কিনল ভারত। ৫০৭০ কোটি টাকায় ১৪৫টি এম ৭৭৭ কামান ও ৪৩৬৬ কোটি টাকায় ১০০টি কে ৯ বজ্র কেনার জন্য চুক্তি করেছে ভারত।
  • ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

বিবিধ

  • দাম বাড়ল টাকার। এদিন ডলারের সাপেক্ষে টাকার দাম ৫০ পয়সা বেড়ে হল ৭২.৫০ টাকা প্রতি ডলার।
  • বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জন্য বিশেষভাবে তৈরি করা হুইল চেয়ারটি লন্ডনে নিলামে বিক্রি হল ৩ লক্ষ পাউন্ডে।

খেলা

  • মেয়েদের বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম ম্যাচে ভারত ৩৪ রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ী হল। গায়ানার এই ম্যাচে ৫১ বলে ১০৩ রান করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। এই প্রথম ভারতের কোনো মলিহা ক্রিকেটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে শতরান করলেন।
  • কমনওয়েলথ জুডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাংলার সঞ্জয় তরাই।
  • এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ মিক্সড পেয়ার বিভাগে সোনা জিতলেন ভারতের মানু ভাকের, সৌরভ চোধুরি জুটি।
  • অ্যাডিলেডে একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারাল অস্ট্রেলিয়া। টানা ৭ ম্যাচ পরাজয়ের পর জয়ের স্বাদ পেল তারা।