আন্তর্জাতিক
- বিশ্বের প্রবীণতম মানুষের স্বীকৃতি পেলেন কালে টানাকা। জাপানের ওই মহিলার বয়স ১১৬ বছর। ১৯০৩ সালের ২ জানুয়ারি তাঁর জন্ম হয়েছিল। এই তথ্য জানাল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।
- ‘শিশু্দের লিঙ্গ সাম্যের পাঠ দেওয়া বিপজ্জনক। ছেলেদের ছোটবেলা থেকেই শেখানো উচিত নারী ও দুর্বলদের কীভাবে দয়া দেখাতে হয়।’ এই মন্তব্য করলেন ব্রাজিলের নারী ও পরিবার কল্যাণ মন্ত্রী দামারেস আলভেস। দামারেস মহিলা হয়েও এই মন্তব্য করেছেন।
- ব্রিটেনে বছরের শ্রেষ্ঠ রাজনীতিকদের সম্মান পেলেন লন্ডনের মেয়র সাদিক খান।
জাতীয়
- সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যদের ছবি রাজনৈতিক দলগুলি যাতে তাদের পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে ব্যবহার না করে, সেই মর্মে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। বিষয়টিতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস।
- কলকাতায় একটি গাড়ি থেকে ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করলেন কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। ওড়িশা থেকে ওই বিস্ফোরক এসেছিল।
বিবিধ
- ১ মার্চ শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার ৪০১৭৭৭.৬ কোটি ডলার হয়েছে বলে জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।
- রাষ্ট্রায়ত্ত ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়ার ৭৩.৪৭ শতাংশ অংশীদা্রি ৪ বন্দরের গোষ্ঠীকে বিক্রি করল কেন্দ্র। এতে ১০৪৯ কোটি টাকা আয় হল কেন্দ্রের।
- মিস ইন্টারন্যাশনাল কুইন ২০১৯ পুরস্কার জিতলেন রূপান্তরকামী জাজেল বার্বি রয়াল।
খেলা
- ২০১৮-১৯ মরসুমে আই লিগ জিতল চেন্নাই সিটি এফসি। পর-পর তিন মরসুমে তিনটি নতুন দল প্রথমবার এই লিগ জিতল। তারা হল আইজল এফসি, মিনার্ভা পাঞ্জাব এবং চেন্নাই। চেন্নাই এফসি দলটি ২০১৬-১৭ মরসুমে তৈরি হয় এবং তাদের তৃতীয় মরসুমেই তারা চ্যাম্পিয়ন হল। এদিন মিনার্ভা এফসিকে ৩-১ গোলে হারিয়ে জয় নিশ্চিত করল তারা। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। তাদের কোচ আকবর নওয়াজ। এদিন গোকুলম এফসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে রানার্স হল তারা। গত ১২ বছরে চতুর্থবার রানার্স হল ইস্টবেঙ্গল। আইলিগে তৃতীয় স্থান পেল রিয়াল কাশ্মীর। যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা (২১টি করে) হলেন চার্চিল ব্রাদার্সের উইলিস প্লাজা ও চেন্নাইয়ের পেড্রো মানঝি।
- মেয়েদের একদিনের ক্রিকেটে ১ রানে ইংল্যান্ডের কাছে হারল ভারত। সিরিজের ফল হল ০-৩।
- আন্তর্জাতিক টি২০-তে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৫ রানে ১১.৫ ওভারে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।