কারেন্ট অ্যাফেয়ার্স ৯ মে ২০১৮

schedule
2018-05-10 | 10:52h
update
2018-05-10 | 10:54h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দায়িত্ব গ্রহণের পর ডিফেন্স প্ল্যানিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা, বিদেশ ও অর্থ মন্ত্রকের সচিবরা এই কমিটির সদস্য। যুদ্ধে ৩০ দিন টানা কাজ চালিয়ে যাওয়ার মতো বারুদ ও অন্যান্য রসদ সংগ্রহের ওপর জোর দেওয়া হল বৈঠকে। বর্তমানে সশস্ত্র বাহিনীর হাতে টানা ১০ দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো গোলাবারুদ রয়েছে।

আন্তর্জাতিক

  • লেবাননের সাধারণ নির্বাচনে জয়ী হল জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা নেতৃত্বাধীন জোট। সাদ আল হারির নেতৃত্বাধীন শাসক দলের জোটকে পশ্চিমী দুনিয়া সমর্থন ও সহযোগিতা করলেও জনসমর্থন পেল না তারা।
  • মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের দিন ঘোষিত হল। প্রধানমন্ত্রী নাজিব রেজাকের (৬৪) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধী শিবিরে নাম লেখালেন তাঁরই রাজনৈতিক গুরু বর্ষীয়ান রাজনীতিক মহাথির মহম্মদ (৯৫)।
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সঙ্গে-সঙ্গে ইউরোপের অভিন্ন বাজার ও শুল্ক ইউনিয়ন ছাড়ার যে প্রস্তাব এনেছিলেন, তা খারিজ করল ব্রিটিশ সংসদের হাউস অব লর্ডস। সাম্প্রতিক কালে ব্রেক্সিট নিয়ে অন্তত ১৪টি বিলে সংসদের ভোটাভুটিতে পরাস্ত হলেন তিনি।
Advertisement

খেলা

  • রাশিয়াকে ৩০,০০০ সুইস ফ্রাঁ জরিমানা করল ফিফা। গত মার্চ মাসে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-ফ্রান্স ম্যাচে পল পোগবা-কে উদ্দেশ করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিল রুশ সমর্থকরা। সেই ঘটনার সূত্রেই এই জরিমানা।
  • ফরাসি কাপে প্যারিস সঁ জা চ্যাম্পিয়ন হল। এই নিয়ে পরপর ৪ বার এই কাপ জিতল তারা। সব মিলিয়ে ১২ বার তারা এই খেতাব জিতল যে নজির অন্য কনো দলের নেই।
  • টালিগঞ্জ অগ্রগামী ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন মনোরঞ্জন ভট্টাচার্য।

বিবিধ

  • বিশ্বের অন্যতম বড় রিটেল সংস্থা ওয়ালমার্ট ভারতের ইকমার্স সংস্থা ফ্লিপকার্টের ৭৭ শতাংশ অংশীদারি ১৬০০ কোটি ডলার বা ১.০৫ লক্ষ কোটি টাকায় কেনার সিদ্ধান্ত জানাল। তবে এক্ষেত্রে প্রতিযোগিতা কমিশনের সায় পেতে হবে ওয়ালমার্টকে। এদিন বেঙ্গালুরুতে ফ্লিপকার্টের সিইও বিন্নি বনসলের সঙ্গে এই মর্মে চুক্তি করলেন ওয়ালমার্টের প্রধান ডাগ ম্যাকমিলান। হস্তান্তর সম্পূর্ণ হলে ফ্লিপকার্টের শেয়ার বাজারে মূল্যায়িত দাম হবে ২০৮০ কোটি ডলার।
  • প্রয়াত হলেন অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায় (৮১)। ‘বিভাস’, ‘মোমের আলো’, ‘জয়জয়ন্তী’, ‘মেমসাহেব’, ‘হার মানা হার’ ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন। অনেক হিন্দি ছবি ও যাত্রাতেও তিনি অভিনয় করেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 20:00:00
Privacy-Data & cookie usage: