আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার (৯/১১) ১৯তম বছর পূর্ণ হল। পেনসিলভেনিয়ার যেস্থানে ফ্লাইট ৯৩ উড়ান জঙ্গিদের দ্বারা ছিনতাই হওয়ার পর ভেঙে পড়েছিল সেখানে ফ্লাইট ৯৩ ন্যাশনাল মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সংযুক্ত আরব আমিরশাহির পর বাহারিনও শান্তিচুক্তিতে শামিল হল ইজরায়েলের সঙ্গে। বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ট্রাম্প উভয় বিবৃতিতে এই কথা জানালেন।
- বিশ্বে এ পর্যন্ত ২,৮৫,৫৩,৬৫৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন ও ৯,১৭,০৮২ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেল।
জাতীয়
- ২০২২ সাল থেকে নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ওই বছরেই দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি হবে।
- দেশে একদিনে রেকর্ড ৯৬,৫৫১ জন করোনায় আক্রান্ত হলেন। এই নিয়ে টানা ৩৬ দিন দৈনিক সংক্রমণে ভারত বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১,২০৯ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে। মোট প্রাণহানির সংখ্যা ৭৬,২৭১। মোট আক্রান্তের সংখ্যা ৪৫,৬২,৬১৪। এদিকে কোভিড রোগীদের যাতায়াতে অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দিতে রাজ্যসরকারগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ‘আর্থ’ নামের একটি সংস্থার করা জনস্বার্থ মামলায় এই রায় দেওয়া হল।
- সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনা বহাল রাখা, সমস্ত চুক্তি ও প্রোটোকল মেনে সিদ্ধান্ত নেওয়া হল মস্কোয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠকে।
বিবিধ
- বনকর্মীদের সর্বভারতীয় সংগঠনের উদ্যোগে পালিত হল বন শহিদ দিবস। ২০০০ সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে।
- দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চট্টোপাধ্যায় (৫৫) সহ ৩ জনের। কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি ছিলেন তিনি।
খেলা
- ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসকে ১-৬, ৬-৩, ৬-৩ সেটে হারালেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ১১ বার গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি হওয়ার পর এই প্রথম তিনি সেরেনাকে হারাতে সমর্থ হলেন।
- ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয়ী হল অস্ট্রেলিয়া। করোনা পর্বের পর একদিনের ম্যাচে প্রথম শতরান করলেন ইংল্যান্ডের স্যাম বিলিংশ (১০০ বলে ১১৮ রান)।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল