কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ সেপ্টেম্বর ২০২০

1157
0

আন্তর্জাতিক

  • করোনা পরিস্থিতি সামলাতে সরকার ব্যর্থ হয়েছে। এই অভিযোগে পেরুর প্রধানমন্ত্রী মার্টিন র্ভিজকারার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনল বিরোধী দলগুলি। তবে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় তা খারিজ হয়ে যায়। অন্যদিকে মাস্ক না পরা, লকডাউট না করা, সামাজিক দূরত্ব বিধি রক্ষা না করার দাবিতে ইংল্যন্ড ও জার্মানির কিছু শহরে বিক্ষোভ দেখালেন বহু তরুণ-তরুণী। এই সময়েই ইউরোপে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। স্পেন, আয়ারল্যান্ড, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে নতুন করে বিধিনিষেধ জারি করা হচ্ছে। এদিকে বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা ৩,০৯,০৬,০৮৪-এ পোঁছে গেছে। ৯,৫৯,৬৩০ জনের প্রাণহানি ঘটেছে করেনায়।
  • নেপালে দুটি ট্রেন পাঠাল ভারত। এগুলির সাহায্যেই সেখানে সর্বপ্রথম ব্রডগেজ রেল চলাচলের সূচনা হবে ডিসেম্বর মাসে। বিহারের জয়নগর থেকে নেপালের ধনুয়া জেলার কুরথা পর্যন্ত ৩৫ কিমি পথে রেল চলবে।

 

জাতীয়

  • আল কায়দা জঙ্গি গোষ্ঠীর খোঁজ মিলল ভারতে। একযোগে অভিযান চালিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পশ্চিমবঙ্গ থেকে ৬ জন ও কেরল থেকে ৩ জনকে গ্রেপ্তার করল। ধৃত ৯ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। পাকিস্তান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হত বলে ধারণা গোয়েন্দাদের। দিল্লি, মুম্বই সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র এই জঙ্গিদের ছিল বলে মনে করা হচ্ছে।
  • চিনের হয়ে চরবৃত্তির অভিযোগে দিল্লির এক সাংবাদিক রাজীব শর্মাকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।
  • পুণের সাসুন হাসপাতালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভিশিল্ড নামক সম্ভাব্য প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে আগামী সপ্তাহে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানাল। তারা আরও জানাল, দেশে সুস্থতার হার ৭৯.২৮ শতাংশ, যা বিশ্বে সর্বাধিক। দেশে মোট ৫৩,০৮,০১৪ জন আক্রান্ত হয়েছেন। কোভিডে প্রাণহানি হয়েছে ৮৫,৬১৯ জনের।

 

বিবিধ

  • মুম্বই থেকে গুজরাটের আলাংয়ের পথে যাত্রা করল আইএনএস বিরাট। ৩০ বছর ধরে ভারতীয় নৌসেনার সেবা করার পর এটাই শেষ যাত্রা এই রণতরীর। আলাং বন্দরেই স্ক্র্যাপ করা হবে তাকে।
  • রবীন্দ্রসংগীত শিল্পী পূর্বা দাম (৮৫) প্রয়াত হলেন। তিনি ছিলেন সুচিত্রা মিত্রের শিষ্যা। ঘটনাচক্রে সুচিত্রা মিত্রের জন্মদিনেই প্রয়াত হলেন তিনি। তিনি জন্মেছিলেন অবিভক্ত বাংলার ময়মনসিংহে।

 

খেলা

  • অনলাইন দাবায় সেন্ট লুইজ র‍্যাপিড ও ব্লিৎজ–এ ভারতীয় দাবাড়ু পি হরিকৃষ্ণ হারিয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাম কার্লসেনকে।
  • জম্মু ও কাশ্মীরে ক্রিকেট আকাদেমি খোলার সিদ্ধান্ত জানালেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না।
  • ত্রয়োদশ আইপিএল শুরু হল দুবাইয়ে দর্শকশূন্য মাঠে। গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স দল ৫ উইকেটে হেরে গেল চেন্নাই সুপার কিংস-এর কাছে। চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে শততম জয় পেলেন এম এস ধোনি।
  • ২০২০ সালের ক্লাব বিশ্বকাপ স্থগিত রাখল ফিফা।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল