কারেন্ট অ্যাফেয়ার্স ৫ সেপ্টেম্বর ২০২০

schedule
2020-09-09 | 13:48h
update
2020-09-09 | 13:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের একটি অডিয়ো টেপ ফাঁস হল। ১৯৭১ সালের জুন মাসের এই টেপে তাঁকে ভারতীয়দের বিশেষ করে ভারতীয় মহিলাদের বিরুদ্ধে অশোভন মন্তব্য করতে শোনা গিয়েছে। এই টেপ বিশ্লেষণ করে ‘প্রেসিডেন্সিয়াল রেসিজিম’ শিরোনামে কলম লিখছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি বস। এমনকি হোয়াইট হাউসে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকের মধ্যেই তিনি গান্ধীর উদ্দেশে অমার্জিত কথা বলেছেন বলে দাবি করলেন গ্যারি।
  • বাংলাদেশে নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা লেখায় একটি মসজিদে বিস্ফোরণে ২১ জনের মৃত্যু হল। পুলিশের সন্দেহ, মসজিদে একসঙ্গে ৬টি এয়ারকন্ডিশনার যন্ত্রে বিস্ফারণ ঘ’টে এই বিপত্তি হয়েছে।
  • বিশ্বে ২,৬৯,৭০,৪৯৪ জন কোভিড আক্রান্ত হয়েছেন বলে খবর, মোট প্রাণহানির সংখ্যা ৮,৮১,৭৩৬।
Advertisement

 

জাতীয়

  • গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হলেন ৮৬,৪৩২ জন। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪০,২৩,১৭৯। ভারতের থেকে ব্রাজিলের কোভিড আক্রান্তের সংখ্যা (৪০.৯৩ লক্ষ) সামান্য বেশি। বিশ্বে সব থকে বেশি কোভিড আক্রান্ত রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে (৬৪ লক্ষের বেশি)। দেশে মোট কোভিডে প্রাণহানির সংখ্যা ৬৯,৫৬১।
  • শিক্ষক দিবসে ভার্চুয়াল কনফারেন্সে ৪৭ জন শিক্ষককে জাতীয় পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পশ্চিমবঙ্গের দুজন শিক্ষক মিশা ঘোষাল ও কলিমুল হক ওই পুরস্কার পেলেন।
  • অরুণাচল প্রদেশের প্রত্যন্ত এলাকায় সীমান্ত থেকে ৫ জন ভারতীয় যুবককে অপহরণের অভিযোগ উঠল চিনা সেনার বিরুদ্ধে।

 

বিবিধ

  • বিশ্বের প্রবীণতম পোপ হলেন ষোড়শ বেনেডিক্ট। ১৯০৩ সালে ১৯ বছর ৪ মাস ৩ দিন বয়সে প্রয়াত হয়েছিলেন পোপ ত্রয়োদশ লিও। ৭০০ বছরে প্রথম পোপ হিসাবে ২০১৩ সালে অবসর নিয়েছিলেন বেনেডিক্ট। এদিনই পোপ লিওর সেই বয়সের নজির অতিক্রম করে গেলেন পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্ট।

 

খেলা

  • উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড ১-০ গোলে হারাল আইসল্যান্ডকে। ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জয়ী হল বেলজিয়াম। পর্তুগাল ৪-১ গোলে ক্রোয়েশিয়াকে হারাল। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্যাচে খেলেননি। প্রসঙ্গত, দেশের হয়ে ৯৯টি গোল আছে তাঁর। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার (১০৯) রেকর্ড রয়েছে ইরানের আলি দইয়ের।
  • ১ মিনিট ১৮.৮৮৭ সেকেন্ডে ল্যাপ শেষ করে বিশ্ব রেকর্ড করলেন লুইস হ্যামিলটন। ইতালিয়ান গ্রাঁ পিতে।

 

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2024 - 00:38:55
Privacy-Data & cookie usage: