কারেন্ট অ্যাফেয়ার্স ১০ সেপ্টেম্বর ২০২০

schedule
2020-09-12 | 12:03h
update
2020-09-12 | 12:03h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পলাতক বলে ঘোষণা করল সেদেশের দুর্নীতিদমন আদালত। তোষাখানা গাড়ি দুর্নীতি মামলায় এই ঘোষণা করা হল। ক্যান্সারের চিকিৎসার কারণে শরিফ এখন লন্ডনে রয়েছেন। শরিফের স্থাবর অবস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন তিনি।
  • পুনরায় অগ্নিকাণ্ড হল লেবাননের বেইরুট বন্দরে। সেখানে গত ৪ আগস্টের বিস্ফোরণে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছিল।
  • মেক্সিকোর ভেরাক্রুজের পার্বত্য এলাকায় এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবছর এই নিয়ে ৫ জন সাংবাদিককে হত্যা করা হল। ২০০০ সাল থেকে মেক্সিকোয় খুন হয়েছেন শতাধিক সাংবাদিক।
  • বিশ্বে কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেন ২ কোটি মানুষ (২০২২১১৬৪ জন)। মোট সংক্রমিত হয়েছেন ২৮২১৪১৭২ জন। মোট প্রাণহানির সংখ্যা ৯১১১৬৪।
Advertisement

 

জাতীয়

  • ‘ভারত-চিন সীমান্তে স্থিতাবস্থা ফিরবে আলোচনার মাধ্যমেই। কিন্তু তার জন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে চিনকে সেনা সরাতে হবে।’ চিনের বিদেশমন্ত্রী ওয়াং-ই এর সঙ্গে বৈঠকে এই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর পার্শ্ববৈঠকে দুই বিদেশমন্ত্রী মুখোমুখি বসলেন মস্কোয়। লাদাখের পরিস্থিতির পর এই প্রথম তাঁদের মুখোমুখি বৈঠক হল। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠকে বসলেন জয়শঙ্কর।
  • ভারতীয় বায়ুসেনার গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হল ৫টি রাফাল যুদ্ধবিমানকে। আম্বালা বিমান ঘাঁটিতে ১৭ নম্বর গোল্ডেন অ্যারোস স্কোয়াড্রনে যুক্ত হল ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানগুলি।
  • ভারতে কোভিশিল্ড টিকার পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ করল সিরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকার তৈরি প্রতিষেধক নিয়ে একজন অসুস্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণহানি হল ১১৭২ জনের। মোট প্রাণহানি হয়েছে ৭৫০৬২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪৪৬৫৮৬৩ জন।

 

বিবিধ

  • দেশের বাতিল হওয়া ১২টি খনি থেকে নতুন করে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত জানালো কোল ইন্ডিয়া। এই খনিগুলি ভূগর্ভস্থ খনি এবং সেখানে এখনও ১০৬ কোটি টন কয়লা মজুত আছে। এর মধ্যে কয়েকটিতে খনন বন্ধ করা হয়েছিল ২০ বছর আগে। বর্তমানের নতুন প্রযুক্তিতে পুনরায় খনন সম্ভব বলে এই কয়লা উত্তোলনের সিদ্ধান্ত।

 

খেলা

  • টি টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবিয়াজ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল শাহরুক খান মালিকানাধীন ক্রিনিবাগো নাইট রাইডার্স। ফাইনাল ৮ উইকেটে তারা হারাল প্রীতি জিন্টা মালিকানাধীন সেন্ট লুসিয়া জুকসকে।
  • ঢাকার কাছে গাজিপুরে বজ্রপাতে খেলা চলাকালীন মৃত্যু হল ২ জন কিশোর ক্রিকেটারের।

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 01:47:45
Privacy-Data & cookie usage: