কারেন্ট অ্যাফেয়ার্স ১ সেপ্টেম্বর ২০২০

schedule
2020-09-03 | 13:44h
update
2020-09-03 | 13:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইজরায়েলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সংযুক্ত আরব আমিরশাহি মুসলিম দুনিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইহুদি রষ্ট্র ইজরায়েলের সঙ্গে এর আগে মিশর ও জর্ডনও শান্তি চুক্তি করেছিল।
  • এদিকে দ্য হেগ–এর আন্তর্জাতিক আাদালতে কাতার অভিযোগ করেছে জাতি বিদ্বেষের। প্রসঙ্গত, ২০১৭ সালে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৈাদি আরব, বাহারিন, মিশর, ইয়েমেন, লিবিয়া এবং আমিরশাহি। সেই অভিযোগর উত্তরে আমিরশাহি জানিয়েছে,  জাতি বিদ্বেষ নয়, সন্ত্রাস ও কট্টরপন্থায় মদত দিয়েই বিপদ ডেকে এনেছে কাতার।
  • স্কুলের দরজা খুলল উহানে। এদিন থেকে ব্রিটেনের ৪০ শতাংশ স্কুলের দরজাও খুলল। চেক প্রজাতন্ত্রেও স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। বিশ্বে ২৫৭৭৭৬৭৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মোট প্রাণহানির সংখ্যা ৮,৫৭,৫০৯। ১,৮০,১৭,৬৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
Advertisement

 

জাতীয়

  • পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হল দিল্লির লোদি রোড শ্মশানে। প্রয়াত রাষ্ট্রপতির দেহে কোভিড রোগ সংক্রমণের প্রমাণ মিলেছিল, তাই প্রথামাফিক কামানবাহী শকটের বদলে শবযানে করে তাঁর মরদেহ ১০ রাজাজি মার্গের বাসভবনে আনা হয়েছিল হাসপাতাল থেকে। গার্ড অব অনার ও গান স্যালুট দেওয়া হয় প্রয়াত রাষ্ট্রপতিকে। পিপিই পরে শেষকৃত্য করেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপধ্যায়।
  • মানব শরীরে কোভ্যাকসিন টিকার প্রথম পর্যায়ের প্রয়োগ সফল হয়েছে বলে জানাল ওড়িশার আইএমএস অ্যান্ড এসইউএম হাসপাতাল। এর পর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। দেশে মোট ৩৬,৯১,১৬৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মোট জীবনহানির সংখ্যা ৬৫,২৮৮।
  • চিকিৎসক কাফিল খানকে মুক্তির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। গত বছরের ১২ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী বিক্ষোভে বক্তৃতা দেওয়ায় তাঁকে জাতীয় সুরক্ষা আইনে বন্দি করেছিল উত্তরপ্রদেশ সরকার।

 

বিবিধ

  • লকডাউন ও করোনা পরিস্থিতির জন্য মেয়াদি ঋণের মাসিক কিস্তি ক্ষেত্রবিশেষে দু`বছরের জন্য স্থগিত রাখা যেতে পারে কিন্তু তা ঢালাও ভাবে নয়। রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টকে তা জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
  • স্পেকট্রাম ও লাইসেন্স ফি বাবদ বকেয়া মেটানোর জন্য টেলি সংস্থাগুলিকে ১০ বছর সময় দিল সুপ্রিম কোর্ট।
  • আনলক ৪ পর্বে আরও ১২০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলেন রেল কর্তৃপক্ষ। বর্তমানে ২৩০টি বিশেষ ট্রেন চলছে।

 

খেলা

  • সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে হারাল পাকিস্তান। ৫২ বলে ৮৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন পাকিস্তানের মহম্মদ হাজিজ। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এই ম্যাচে জিতে সিরিজ ১-১ করল পাকিস্তান।
  • ইউএস ওপেনেও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখলেন নেয়োমি ওসাকা।ƒকোর্টে প্রবেশের সময় তিনি যে মাস্ক পরে এলেন সেখানে লেখা ছিল ব্রেয়োনা টেলরের নাম। ব্রেয়োনাও পুলিশের গুলিতে প্রাণ হারান।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 10:58:26
Privacy-Data & cookie usage: