কারেন্ট আফেয়ার্স ৮ নভেম্বর ২০১৯

schedule
2019-11-12 | 06:22h
update
2019-11-12 | 06:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • উপসাগরীয় অঞ্চলে একটি ড্রোন গুলি করে নামাল ইরানের সেনা। তবে এই ড্রোনটি কোন দেশের তা জানানো হয়নি।
  • প্রবল রাজনৈতিক বিক্ষোভের সাক্ষী থাকল বলিভিয়া। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দেশজুড়ে চলা বিক্ষোভে প্রাণ হারালেন ৩ জন। উইনতো শহরের মহিলা মেয়রকে আটকে রেখে চুল কেটে দিলেন বিক্ষোভকারীরা। তাঁকে জোর করে ইস্তফাপত্র লিখিয়ে নেওয়া হয়।

 

জাতীয়

  • ৯ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ জন বিচারপতির বেঞ্চ অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে বলে জানাল সুপ্রিম কোর্ট। ছুটির দিন শনিবার রায় ঘোষণা একটি বিরল ঘটনা। গত ৬ অগস্ট থেকে সুপ্রিম কোর্টে ৪০ দিন ধরে শুনানি চলেছে। ১৯৭৩ সালে কেশবানন্দ ভারতীর মামলার পর সাংবিধানিক বেঞ্চে অন্য কোনো মামলায় এত দীর্ঘ শুনানি হয়নি। রামজন্মভূমি-বাবরি মসজিদের ২.৭৭ একর বিতর্কিত জমি নিয়ে প্রথম মামলাটি হয়েছিল ১৯৫০ সালে। রামলালার ভক্ত গোপাল সিং বিশারদ বাবরি মসজিদের স্থানকে রামের জন্মভূমি দাবি করে সেখানে পুজোর অধিকার চেয়ে মামলাটি করেছিলেন।
  • সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পরিবারের সুরক্ষার প্রোটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। পরিবর্তে তাঁরা পাবেন জেড প্লাস নিরাপত্তা। এই নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ। এর ফলে এখন থেকে এসপিজি নিরাপত্তা পাবেন কেবল দেশের প্রধানমন্ত্রী। ১৯৯১ সাল থেকে এসপিজি নিরাপত্তা পেতেন গান্ধী পরিবারের ওই তিন সদস্য।
Advertisement

 

বিবিধ

  • কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এ বছর এই উৎসবের রজত জয়ন্তী বর্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়াবিদ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং চলচ্চিত্র জগতের শাহরুখ খান, রাখি গুলজার, মহেশ ভাট, সন্দীপ রায়, গৌতম  ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
  • ভারতের অর্থনীতি নিয়ে রেটিং ‘স্টেবল’ থেকে কমিয়ে ‘নেগেটিভ’ করল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ।

 

খেলা

  • মহিলাদের সিনিয়র টি২০ প্রতিযোগিতার ফাইনালে উঠ বাংলা। এখনও পর্যন্ত তারা প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই জয়লাভ করেছে।
  • ২০২৩ সালে বিশ্বকাপ হকি প্রতিযোগিতা (পুরুষদের) আয়োজিত হবে ভারতে। আন্তর্জাতিক হকি ফেডারেশন এই সিদ্ধান্ত জানাল। এর আগে ১৯৮১ (মুম্বই), ২০১০ (দিল্লি), ২০১৮ (ভুবনেশ্বর) সালে ভারতে বিশ্বকাপ হকি প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। ভারতই ৪ বার বিশ্বকাপ হকির আয়োজনকারী প্রথম দেশ।
  • মোহনবাগানের সচিব অঞ্জন মিত্র (৭২) প্রয়াত হলেন। ওই পদে ১৯৯৫ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত আসীন ছিলেন তিনি।
  • টি২০ সিরিজে পাকিস্তানকে হারাল অস্ট্রেলয়া। এই নিয়ে পর পর ৮ ম্যাচে তারা জয়লাভ করল।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 05:04:48
Privacy-Data & cookie usage: