কী কথায় কী কথা

schedule
2018-04-11 | 13:39h
update
2018-04-11 | 13:39h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ব্লু মুন

সময় যত এগিয়ে আসে, বিজ্ঞানী মহল তো বটেই সাধারণ মানুষেরও কৌতূহলের সীমা থাকে না। নীল আকাশে লাল সূর্য কখন অস্ত গিয়ে রাতের আকাশে উঠবে সেই ব্লু মুনটি। গত ৩১ মার্চও দিনের শেষে অনেকেরই চোখ বারেবার চলে যাচ্ছিল আকাশে। কখন সন্ধে হবে, কখন ভাসবে চাঁদ। কেননা ওই আকাশেই দেখা মিলবে এমন এক চাঁদের যার দেখা সচরাচর মেলে না। যা ব্লু মুন নামে অভিহিত। কেউ-কেউ একে ব্লু ব্লাড-এর মতো বিশ্বাসঘাতক চাঁদও আখ্যা দেন। কিন্তু মজা হল, ব্লু মুন বলা হলেও এই চাঁদ আদৌ ব্লু বা নীল নয়। বরং রক্তাভ বা কমলা বর্ণও দেখায়। গত ৩১ মার্চেও দেখা গিয়েছিল তেমনই কিছুটা রক্তাভ চাঁদকে।

Advertisement

বিজ্ঞানীমহল থেকে শুরু করে কেমব্রিজ ডিক্সশনরি, আমেরিকান ডিক্সশনারি ব্লু মুন নামেই এরকম বিরল পূর্ণিমার চাঁদকে অভিহিত করেছে। প্রাচীন ক্যালেন্ডারেও এই ঘটনার কথা রয়েছে। সিনেমা, সাহিত্য, গান, লোককথা— কত কী জড়িয়ে রয়েছে এই ব্লু মুন শব্দার্থের সঙ্গে। বিরল বলেই ইংরেজিতে ওয়ান্স ইন আ ব্লু মুন কথাটা প্রবাদ হয়ে গেছে।

কোনো বছরে ঘটনাক্রমে একই মাসে দু বার ফুল মুন বা পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু মুন। ২য় ব্যাখ্যা স্প্রিং-সামার-ফল, অটাম, উইন্টারের ৪ ঋতুতে পর-পর ৪টি পূর্ণিমার মধ্যে ৩য় পূর্ণিমাটিকে ব্লু মুন বলে।

সাধারণত ব্লু মুনের দেখা মেলে ২-৩ বছরে ১ বার। জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতিমাসের নামানুসারে হার্ভেস্ট মুন, স্ট্রবেরি মুন, স্নো মুন, পিঙ্ক মুন, উলফ মুন, ফ্লাওয়ার মুন, সার্জিয়নিক মুন, বেভার মুন প্রভৃতি নামে অভিহিত বিজ্ঞানী মহলে। তেমনই একই মাসে দুবার পূর্ণশশী হলে দ্বিতীয়টি ব্লু মুন।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 17:18:17
Privacy-Data & cookie usage: