কৃষি গবেষণার পরীক্ষার তারিখ ঘোষণা

625
0
PSC, PSC Jobs, West Bengal PSC Jobs, West Bengal Government Jobs,

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে ন্যাশনাল  টেস্টিং এজেন্সি ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ ২০১৯ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যেমে ICAR, 2019 পরীক্ষা হবে আগামী ১ জুলাই, ২০১৯। এর মধ্যে ICAR AIEEA (Under Graduate) পরীক্ষা ৬০০ নম্বরের, সময় আড়াই ঘন্টা, ICAR AIEEA (Post Graduate) পরীক্ষা ৬৪০ নম্বরের, সময় আড়াই ঘন্টা এবং ICAR AICE – JRF/SRF (PGS) পরীক্ষা ৮০০ নম্বরের, সময় ৩ ঘন্টা।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি জমা দেওয়া যাবে আগামী ১ মে, ২০১৯ পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করার লিঙ্কক– www.nta.ac.in

 

 

Agricultural Research, ICAR