Site icon জীবিকা দিশারী

কেএমডিএ-তে ১৫০ ইঞ্জিনিয়ার নিয়োগের বয়সসীমা বাড়ল

Folafal Final Pic

কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির অধীন প্রকল্পে ১৫০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগের যে খবর গত ১১ ফেব্রুয়ারি আপলোড করা হয়েছিল (https://jibikadishari.co.in/?p=9837), বয়সসীমা বাড়ানো হয়েছে এবং শূন্যপদের বিন্যাসেও কিছু পরিবর্তন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এক সংশোধনী বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। শূন্যপদের বিন্যাসের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে সেগুলি হল: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ১০০ (অসংরক্ষিত ৫১, তপশিলি জাতি ২৪, তপশিলি উপজাতি ৬, ওবিসি এ ৯, ওবিসি বি ৮, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ২)। জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ২৫ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ৩, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১)। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২৫ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২)। অন্যান্য সমস্ত তথ্য অপরিবর্তিত রয়েছে। এই সংশোধনী বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://wbshopsonline.in/msc_docu/emp_notice/corrigendum_msc_web_011_direct-ii_dated_15022019.pdf

 

 

Exit mobile version