কেন্দ্রীয় পলিউশন কন্ট্রোল বোর্ডে ডিটিপি অপারেটর, এলডিসি, জুনিয়র টেকনিশিয়ান ৪৮

1346
0
CPCB, Central Pollution Control Board, Central Govt Job

কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর: ০২/২০২০। যে-কোনো ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতার ভিত্তিতে পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ— সায়েন্টিস্ট “বি” ১৩টি পদ (এসসি ২, এসটি ১, ওবিসি ৩, ইডব্লুএস ৩, অসংরক্ষিত ৪), জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ২ (অসংরক্ষিত ১, ইডব্লুএস ১), সিনিয়র টেকনিশিয়ান ৬ (অসংরক্ষিত ৫, ওবিসি ১), ডেটা এন্ট্রি অপারেটর ২ (ওবিসি ১, অসংরক্ষিত ১), জুনিয়র টেকনিশিয়ান ২ (অসংরক্ষিত) , জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট ৭ (এসসি ১, ওবিসি ১, ইডব্লুএস ৩, অসংরক্ষিত ২), লোয়ার ডিভিশন ক্লার্ক ১৩ (এসসি ২, এসটি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১, অসংরক্ষিত ৬), অ্যাটেন্ড্যান্ট ৩ (ওবিসি ১, ইডব্লুএস ১)।

শিক্ষাগত যোগ্যতা—

সায়েন্টিস্ট “বি” – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং (সিভিল/এনভায়রনমেন্টাল /কেমিক্যাল ) বা টেকনোলজি নিয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ১০টি পদ, মেকানিক্যাল নিয়ে ১টি পদ ও মাইনিং নিয়ে ১টি পদ। এর সঙ্গে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি নিয়ে মাস্টার ডিগ্রি থাকলে অগ্রাধিকার। বাকি ১টি পদের জন্য ন্যাচারাল/এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি। এর সঙ্গে নেট কোয়ালিফাইড বা পিএইচডি করা থাকলে অগ্রাধিকার।

জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রি, সঙ্গে তিন বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে বা পলিউশন কন্ট্রোলে অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞান শাখায় মাস্টার ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

সিনিয়র টেকনিশিয়ান: ইনস্ট্রুমেন্টেশন নিয়ে ডিপ্লোমাধারীদের জন্য ৪টি পদ, ইলেক্ট্রনিক নিয়ে ডিপ্লোমায় ১টি পদ, মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা ১টি পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

ডেটা এন্ট্রি অপারেটর: উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ, ডেটা এন্ট্রি ৮০০০ কি-ডিপ্রেশন প্রতি ঘন্টা স্পিড থাকতে হবে।

জুনিয়র টেকনিশিয়ান: স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ, মেকানিক্যাল ট্রেড আইটিআই সার্টিফিকেট, ল্যাবরেটরি মেশিন সম্পর্কিত কাজে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে।

জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ। বিজ্ঞান শাখায় পড়ে থাকলে অগ্রাধিকার।

লোয়ার ডিভিশন ক্লার্ক: স্বীকৃত বোর্ড থেকে স্নাতক ডিগ্রি। ইংরেজিতে ৩০টি শব্দ ও (নাকি অথবা?) হিন্দিতে ২৫টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।

অ্যাটেন্ড্যান্ট: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। দশম শ্রেণি উত্তীর্ণ হলে, হোম গার্ডের কোনো কোর্স করে থাকলে অগ্রাধিকার।

বয়সসীমা—

সায়েন্টিস্ট “বি”: সর্বোচ্চ ৩৫ বছর।

জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: সর্বোচ্চ ৩০ বছর।

সিনিয়র টেকনিশিয়ান: সর্বোচ্চ ৩৫ বছর।

ডেটা এন্ট্রি অপারেটর: ১৮ থেকে ২৫ বছর।

জুনিয়র টেকনিশিয়ান: ১৮ থেকে ২৫ বছর।

জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট:  ১৮ থেকে ২৫ বছর।

লোয়ার ডিভিশন ক্লার্ক: ১৮ থেকে ২৫ বছর।

অ্যাটেন্ড্যান্ট: ১৮ থেকে ২৫ বছর।

বেতনক্রম—

সায়েন্টিস্ট “বি”: পে লেভেল ১০ অনুযায়ী ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা

জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা

সিনিয়র টেকনিশিয়ান: পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা

ডেটা এন্ট্রি অপারেটর: পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০-৮১,০০০ টাকা

জুনিয়র টেকনিশিয়ান: পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০-৬৩,২০০ টাকা

জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট: পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০-৬৩,২০০ টাকা

লোয়ার ডিভিশন ক্লার্ক: পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০-৬৩,২০০ টাকা

অ্যাটেন্ড্যান্ট: পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০-৫৬,৯০০ টাকা

 

আবেদন পদ্ধতি— অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলবে ৫ মে, ২০২০ থেকে ২৫ মে, ২০২০ তারিখ পর্যন্ত। নিচে দেওয়া পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে গিয়ে “jobs” অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। কোনো পদের জন্যেই আবেদন ফি লাগবে না।

 

আবেদনের জন্য লিঙ্ক: https://cpcb.nic.in/jobs.php

বিজ্ঞপ্তির লিঙ্ক: https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMjAxXzE1ODgzNDk4MTZfbWVkaWFwaG90bzIzNTkucGRm

 

 

CPCB, Central Pollution Control Board, Central Govt Job