কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড

811
0
CRPF Constable Recruitment

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল ও অসম রাইফেলসে রাইফেলম্যান নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার ফল আপলোড করা হয়েছে গত ২০ জুন। মোট ৫,৩৪,০৫২ জন সফল বলে নির্বাচিত হয়েছেন ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি)/ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএস্টি)-এর জন্য। সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সেস (সিএপিএফস) এই শারীরিক পরীক্ষাগুলি নেবে সারাদেশে তাদের ১০০টি রিক্রুটমেন্ট সেন্টার/ভেনুতে। আগামী ১৩ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই টেস্ট হবে। এজন্য ই-অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে সিএপিএফস-এর নোডাল বাহিনী অর্থাৎ সিআরপিএফের ওয়েবসাইটে (www.crpf.gov.in)। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট-আউট নিয়ে সেটিই ব্যবহার করতে হবে। এই বিজ্ঞপ্তি দেখা যাবে স্টাফ সিলেকশন কমিশনের এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_PET_PST_07.08.2019.pdf

বা সিআরপিএফের এই লিঙ্কে: https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_182_1_981072019.pdf)

সরাসরি https://gdconst.crpfexam.in/ লিঙ্কে লগ-ইন করেও ডাউনলোড করতে পারবেন।