কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলির কনস্টেবল নিয়োগের ডাক্তারি পরীক্ষা, অ্যাডমিট কার্ড

771
0
SSC Constable Notification

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে (সিএপিএফস)কনস্টেবল(জিডি) নিয়োগের ২০১৮-র পরীক্ষার ১৭২৪ জন সফল প্রার্থীদের ডিটেল্ড মেডিকেল এগজামিনেশন (ডিএমই)-এর জন্য বাহিনীগুলির নোডাল কর্তৃপক্ষ সিআরপিএফ-এর কর্মসূচি স্থগিত রাখতে হয়, কোভিড-১৯ মহামারীর কারণে। সেই কর্মসূচির নতুন তারিখ ঠিক হয়েছে, চলবে আগামী ২৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

ওই ডাক্তারি পরীক্ষার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। করা যাবে সিআরপিএফের ওয়েবসাইটের (www.crpf.gov.in) রিক্রুটমেন্ট সেকশন থেকে। এর প্রিন্ট-আউট নিয়ে যেতে হবে, অন্যান্য মূল প্রমাণপত্রের সঙ্গে। আরও কী-কী নিয়ে যেতে হবে, কী করোনা সাবধানতা অবলম্বন করতে হবে তার বিবরণ পাবেন ওই ওয়েবসাইটেই।

ডিআইজি (রিক্রুটমেন্ট) সিআরপিএফ-এর ১৩ আগস্ট তারিখের এই ঘোষণাটি (F. No. A.VI-1/2018-Rectt(SSB)-CT/GD-2018 (Nodal Force) দেখা যাবে এসএসসির ১৪ আগস্ট তারিখে দেওয়া এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Important%20Notice%20regarding%20conduct%20of%20DME_14082020.pdf

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল