কেন্দ্রীয় বিদ্যালয়ের নিয়োগের পরীক্ষাসূচি ঘোষিত, লাইব্রেরিয়ান পদের ফল প্রকাশিত

837
0
Folafal Final Pic

কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অন্তর্ভুক্ত স্কুলগুলিতে বিজ্ঞপ্তি নম্বর ১৪ অনুযায়ী পিজিটি, টিজিটি, লাইব্রেরিয়ান ও প্রাইমারি টিচার নিয়োগের পরীক্ষা হবে আগামী ২২ ডিসেম্বর শনিবার ও ২৩ ডিসেম্বর রবিবার। ২২ তারিখ সকাল ৯টা থেকে ১১-৩০ পর্যন্ত হবে প্রাইমারি টিচার পদের পরীক্ষা, ১২-৩০ থেকে ৩টে পর্যন্ত টিজিটি (পিঅ্যান্ডএইচ, এ ই, ডব্লু ই), ৪টে থেকে ৬-৩০ পিআরটি (মিউজিক)। ২৩ তারিখ সকাল ৯টা থেকে ১১-৩০ পর্যন্ত হবে পিজিটি পদের পরীক্ষা, ১২-৩০ থেকে ৩টে পর্যন্ত পিজিটি, ৪টে থেকে ৬-৩০ লাইব্রেরিয়ান পদের।

পরীক্ষাসূচি দেখা যাবে এই লিঙ্কে: http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN%284%29-08-10-2018.PDF

কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অন্তর্ভুক্ত স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষার ফল বেরোল। লিখিত পরীক্ষা হয়েছিল গত ২২ ফেব্রুয়ারি, পরে সফল প্রার্থীদের ইন্টার্ভিউও হয়েছে।

ফল দেখা যাবে এই লিঙ্কে: http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN%2803%29-08-10-2018.pdf