কেন্দ্রীয় সরকারে বিভিন্ন দপ্তরে ১,৩৬০ পদে

1303
0
SSC, Central Government Job, SSC Jobs, Staff Selection Commission, Central Staff Selection Commission,

কেন্দ্রীয় সরকারে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিলকেশনে পদে ,৩৬০ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে কোন ভারতীয় নাগরিক যোগ্যতা অনুযায়ী পদগুলিতে আবেদন করতে পারবেন সারা ভারতে মোট ,১৪১ টি পদের মধ্যে ইস্টার্ন রিজিয়নে ৯৯টি পদ রয়েছে বিজ্ঞপ্তি নম্বরPhase-VII/2019/Selection Posts, File No: 15/2/2018-RHQ (Vol-II),

যোগ্যতা: পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক বা তদূর্ধ্ব হতে হবে।

বয়সসীমা: বয়সসীমা হিসাব করা হবে আগস্ট, ২০১৯ অনুযায়ী নির্ধারিত বয়সসীমা ছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে একজন এক দরখাস্তে একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের জন্য আবেদন করতে হলে আলাদা করে করতে হবে আলাদা করে আবেদন ফি দিতে হবে অনলাইন আবেদন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত

অনলাইনে আবেদন করার আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের সময় একটি রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড পাবেন, সেটি লিখে রাখবেন, তারপর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করে সম্পূর্ণ অনলাইন আবেদন করার পর আবেদন পত্রের প্রিন্টআউট নিজের কাছে রাখবেন আবেদন পত্র পূরণ করার সময় ২০ থেকে ৫০ কবির মধ্যে ছবি ১০ থেকে ১২ কেবির মধ্যে স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে এসএসসি ওয়েবসাইটে গিয়ে লগ ইন সেকশানেরেজিস্টা নাঅপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন শুরু করতে হবে যাঁরা আগে এসএসসিতে রেজিস্ট্রেশন করেছেন তাঁদের সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়েই সরাসরি অনলাইন আবেদনে চলে যেতে পারেবন

আবেদন ফি: আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা অনলাইনের মাধ্যমে বা  এসবিআই চালানের মাধ্যমে ফি জমা দিতে হবে মহিলা, এসসি, এসটি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের আবেদনের ফি লাগবে না অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ সেপ্টেম্বর, ২০১৯ চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে সেপ্টেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত

সিলেবাস পরীক্ষা পদ্ধতি: প্রথমে থাকছে কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ টাইপের (এমসিকিউ) পরীক্ষা মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/গ্র্যাজুয়েশন তার চেয়ে বেশি যোগ্যতাএই তিন ভাগের জন্য আলাদাআলাদা সিলেবাসের পরীক্ষা, নিচে বলা বিষয়গুলির ওপর শেষভাগে স্কিল টেস্ট (টাইপিং টেস্ট/ ডেটা এন্ট্রি/ কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট)

কম্পিউটার বেসড এমসিকিউ পরীক্ষার সিলেবাস: জেনারেল ইন্টেলিজেন্স (৫০ নম্বর), জেনারেল আওয়্যারনেস (৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজে (৫০ নম্বর) প্রতিটি বিভাগে ২৫টি করে প্রশ্ন আসবে প্রতি ভুল উত্তরের জন্য . নম্বর নেগেটিভ মার্কিং সময় ৬০ মিনিট

অনলাইনে  এসএসসি  রেজিস্ট্রেশন করার লিঙ্ক: https://ssc.nic.in/Registration/Home

বিস্তারিত শূন্যপদ, তার জন্য প্রয়োজনীয় যোগ্যতা বয়সসীমা দেখার লিঙ্ক: https://ssc.nic.in/Portal/SelectionPostDetails

বিস্তারিত বিজ্ঞপ্তি, এসসি/এসটি/ওবিসি সার্টফিকেটের ফরম্যাট, প্রতিবন্ধী সার্টিফিকেট ফরম্যাট ডাউনলোডের লিঙ্ক:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_06082019.pdf