কেন্দ্রীয় সশস্ত্রর বাহিনীগুলিতে এসআই ও সিআইএসএফে এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, বাহিনী বণ্টন, কাট-অফ মার্ক

872
0
Folafal Final Pic

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে সাবইন্সপেক্টর ও সিআইএসএফে এএসআই নিয়োগের ২০১৭-র পেপার-টুর ফল বেরিয়েছিল ২৯ গত জানুয়ারি। সফল প্রার্থীদের মেডিকেল এগজামিনেশনের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয় ৪৯৫৯ জনকে (পুরুষ ৪১২৬, মহিলা ৮৩৩) (https://jibikadishari.co.in/?p=7991) । পরে আরও ১১৭ জনকে (৯৫ পুরুষ, ২২ মহিলা) ডাকা হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাহিনীভিত্তিক বণ্টন করে সংশ্লিষ্ট বাহিনীর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, সেই বিভাজন ও ক্যাটেগরি ভিত্তিক কাট-অফ মার্কও প্রাকশিত হয়েছে। এ-সক্রান্ত বিজ্ঞপ্তি ও তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/finalresult_writeup_sicpo_17_31102018.pdf

পুরুষ প্রার্থীদের চূড়ান্ত ফল দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/result_male_31102018.pdf

মহিলা প্রার্থীদের ফল এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/result_female_31102018.pdf