কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কত নম্বর পেয়েছেন জেনে নিন

927
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল (জিডি)/রাইফেলম্যান নিয়োগের জন্য ২০১৮ সালের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (Constable(GD) in CAPFs, NIA, SSF and Rifleman (GD) inAssam Rifles Examination, 2018) ফল ওয়েবসাইটে প্রকাশ করেছে গত ২০ জুন তারিখে। এবার দেওয়া হল পাওয়া নম্বরের হিসাব।

নিজের আবেদনের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখা যাবে নম্বর, আগামী ৪ আগস্ট পর্যন্ত। ৫ জুলাই তারিখের এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/marks_gd_05072019.pdf

নম্বর দেখা যাবে এই লিঙ্কে লগইন করে: https://ssc.nic.in/