কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষা ২য় পত্রে কত নম্বর পেয়েছেন জেনে নিন

797
0
UP Police Constable Job

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে সাব-ইনস্পেক্টর/সিআইএসএফে এএসআই নিয়োগের জন্য ২০১৮ সালের কম্পিউটার ভিত্তিক পেপার-টুয়ের পরীক্ষার ফল ওয়েবসাইটে প্রকাশ করেছে গত ৩ ফেব্রুয়ারি তারিখে। এবার দেওয়া হল পাওয়া নম্বরের হিসাব। নিজের আবেদনের রোল/রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখা যাবে নম্বর, আগামী ১২ মার্চ পর্যন্ত। ১৩ ফেব্রুয়ারি তারিখের এই বিজ্ঞপ্তিটি (No. 08/01/02018-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/writeup_sicpo2018_13022020.pdf

নম্বর দেখা যাবে এই লিঙ্কে লগইন করে: https://ssc.nic.in/ বা সরাসরি এই লিঙ্কে লগইন করে: http://164.100.129.99/marksmodule/